ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ত্রয়োদশ মরশুমের প্লে অফের দৌড় এখন ধীরে ধীরে যথেষ্ট ইন্টারেস্টিং হয়ে উঠছে। প্লে অফের জন্য কিছু দল নিজেদের শক্তিশালী করে চলেছে তো কিছু দলের পরিস্থিতি এখনও ফেঁসেই রয়েছে। এর মধ্যে বুধবার কলকাতা নাইট রাইডার্সের দলকে আরসিবির হাতে হারতে হয়েছে। এই হার কেকেআরের দলকে মুশকিলে ফেলে দিয়েছে। কেকেআরের প্লে অফের সম্ভবনা হয়ে চলেছে […]