ভারতের প্রাক্তন জোরে বোলার আর ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য আরপি সিংয়ের বাবার করোনায় মৃত্যু হয়েছে। এই বিষয়ে আরপি সিং স্বয়ং টুইট করে জানিয়েছেন। তার বাবা শিবপ্রসাদ সিং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আর লখনৌয়ের মেদান্ত হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আরপি সিং বাবার মৃত্যুর কথা জানালেন করোনা সংক্রিমিত হওয়ার পর গত কিছু সময় ধরে অসুস্থ […]