আরসিবি আইপিএলের ইতিহাসের এমন একটা দল যাদের ইতিহাস খুব একটা বিশেষ কিছুই নয়। ১২ বছরের ইতিহাসে একবারও এই দল আইপিএলের খেতাব জিততে পারেনি। তবে আইপিএল ২০২০তে আরো একবার খেতাব জেতার স্বপ্ন নিয়ে মাঠে নামবে আরসিবি। তবে আরসিবি দলে তারকার অভাব নেই। বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডেভিলিয়র্স […]