ভারতের প্রাক্তণ জোরে বোলার ভেঙ্কটেশ প্রসাদকে এই দল করল তাদের হেড কোচ

আইপিএলের মতই আফগানিস্থানে আফগানিস্থান প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে। এই লীগে ভারতের প্রাক্তণ জোরে বোলার আর টিম ইন্ডিয়ার বোলিং কোচ থাকা ভেঙ্কটেশ প্রসাদকে নাঙ্গারহর ফ্রেঞ্চাইজির হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। নাঙ্গারহর লিয়োপার্ডসের হেড কোচ হবেন ভেঙ্কটেশ প্রসাদ প্রসঙ্গত এই লীগে পাঁচ ফ্রেঞ্চাইজি দল, নাঙ্গারহর লিয়োপার্ডস, কাবুল জওয়ানন, পাকতিয়া প্যান্থার্স, বাল্ক লিজেন্ডস আর কন্দাহার নাইটস অংশ […]