ভারতীয় মহিলা দলকে টি-২০ বিশ্বকপ ২০২০র ফাইনালে হারতে হয়েছে। তার আগে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০র ফাইনালেও ভারতকে হারতে হয়েছে। ২০১৩র পর থেকে ভারতীয় সিনিয়র পুরুষ আর মহিলা দল কোনো আইসিসি প্রতিযোগীতা জেতেনি। দল প্রায় প্রত্যেকবার নকআউটে জায়গা করেছে কিন্তু তারপর তাকে হারতে হয়েছে। আবেদন দায়ের করা হল চেঞ্জ ডট ওআরজিতে অভিনয় ঠাকুর নামের এক ব্যক্তি […]