২০২০ সাল বিদায় নিয়েছে। গত এক বছরের সময় সময় গিয়েছে যার কল্পনা কেউই করেনি। এই গত বছর এক বছর একভাবে করোনার কারণে পরিচিত। যার কারণে সমস্ত ক্ষেত্রেই যথেষ্ট বেশি প্রভাব পড়তে পরিষ্কারভাবে দেখা গিয়েছে। এই করোনা ভাইরাসের কারণেই ক্রিকেটও অচ্ছুত থাকেনি আর গত বছর এই ভাইরেসের কারণে ক্রিকেটের বেশকিছু মাস নষ্ট হয়েছে। ভারতের জন্য এই […]