ইংল্যান্ড আর ওয়েলসের আতিথেয়তায় খেলা হওয়া আইইসিসি বিশ্বকাপ ২০১৯এর পর আইসিসি নিজেদের এলিট প্যানেল অ্যাম্পায়ারদের লিস্ট জারি করেছে। এই লিস্টে আইসিসি নিজেদের বার্ষিক সমীক্ষার পর ২০১৯-২০র নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ন করার পর দুঞ্জন নতুন অ্যাম্পায়ারঙ্কে এলিট প্যানেলে শামিল করেছে। আইসিসি এলিট প্যানেলে দুজন নতুন অ্যাম্পায়ার শামিল বুধবার হওয়া আইসিসি বার্ষিক সমীক্ষার পর আইসিসি ইংল্যান্ডের […]