IPl2021: রাজস্থান রয়্যালস পড়ল বড়ো সমস্যায়, এই ৪ খেলোয়াড় ছাড়লেন দল

আইপিএলের ১৪তম মরশুম দুই দলের জন্য যথেষ্ট মুশকিল থেকেছে, যবে থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে বেশকিছু খেলোয়াড় নিজের না তুলে নিয়েছেন, কিন্তু এই ধারা আজও বজায় রয়েছে। আইপিএলে প্রায় ২০টির বেশি ম্যাচ খেলা হয়েছে আর এমন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালসও সমস্যায় পড়ে গিয়েছে। এক এক করে দলের এখনও পর্যন্ত ৪ জন খেলোয়াড় আইপিএলকে বিদায় জানিয়েছেন, […]