অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, বিশেষণই বোধহয় যথেষ্ট। চেন্নাই সুপার কিংসের এই জয়কে কোনও বিশেষণে অভিহিত করা হবে তা এখনও পর্যন্ত কেউই ঠিক করে উঠতে পারছেন না। আইপিএল নিলামের পর যে দলকে বুড়ো দল হিসেবে দেগে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল লীগ পর্যায়ও হয় তার করতে পারবে না তারা, সেই দলই চলতি আইপিএলের খেতাব নিজেদের নামে করে নিল রবিবার […]