IPL2021: নিলামের ডেট আর জায়গা হল ঠিক, এই দিন হবে নিলাম

আইপিএল ২০২১ এর নিলাম নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে, তবে এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আগামী মরশুম কবে আর কোথায় হবে। প্রথমে রিপোর্ট আসছিল যে নিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেহতে পারে। এই ব্যাপারে আজ বিসিসিআই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে আইপিএলের নিলাম কোথায় আর কবে হবে? কবে আর কোথায় হবে […]