RRvsDC: ম্যাচে হলো ৯টি বড়ো রেকর্ড, হারের পরও যশস্বী জয়সওয়াল গড়লেন ইতিহাস

আজ শারজাহের মাঠে রাজস্থানের রয়্যালসের সামনে দিল্লি ক্যাপিটালসের মজবুত দলকে দেখা গিয়েছে। এই ম্যাচে টসে জিতে স্টিভ স্মিথ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। যারপর দিল্লি ক্যাপিটালসের দল ২০ ওভারে ১৮৪ রান করে। যে লক্ষ্য তাড়া করে রাজস্থান রয়্যালসের দল ১৩৮ রানই করতে পারে আর এই ম্যাচ ৪৬ রানে হেরে যায়। এই ম্যাচে বেশকিছু বড়ো রেকর্ড […]