জাহির খান বাছলেন বিশ্বকাপের বেস্ট প্লেয়িং ইলেভেন, এই তারকাকে করলেন অধিনায়ক

আইসিসি একদিনের বিশ্বকাপ এখন শেষ হয়ে গিয়েছে। ৪৬ দিন পর্যন্ত খেলা হওয়া এই বিশ্বকাপে এক সে বড়কর এক ম্যাচ দেখতে পাওয়া গিয়েছে। বেশ কিছু ম্যাচ তো এমন থেকেছে যা চলাকালীন দর্শকদের নিঃশ্বাস একদম আটকে গিয়েছিল। এখন ফাইনাল ম্যাচকেই দেখুন… কেউ স্বপ্নতেও এটা ভাবেননি যে এই টুর্নামেন্টের ফাইনাল সুপার ওভারে যাবে। ঘরের দল ইংল্যাণ্ড নিউজিল্যান্ডকে হারিয়ে […]