TOP5: সদ্য ঘোষিত হওয়া ভারতীয় টীম থেকে বাদ পড়া পাঁচ সেরা ক্রিকেটার !

দীর্ঘ অপেক্ষার অবসান। এর তরফে ঘোষিত হলো আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল। দলের তালিকা কে কেন্দ্র করে তামাম দেশের মানুষের মধ্যে তৈরী হয়েছিল একাধিক প্রশ্ন। কে পড়বে বাদ ? কে আসবে নতুন এমনই নানান প্রসঙ্গ উঠে এসেছে বিভিন্ন সময়ে।সেই সবের অবসান হলো কয়েক মুহুর্ত আগে। এবছর কাপ জেতার অন‍্যতম দাবিদার মনে করা হচ্ছে “বিরাট […]