WTC Final 2023: নো বলে জীবন দান পেলেন শার্দূল ঠাকুর, অজি দর্শক হলেন বিমূর্ষ !! 1

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচ (WTC FINAL)। আপাতত এই ম্যাচের কথা বলতে গেলে এগিয়ে রয়েছে টিম অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিখ্যাত ওভালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতীয় দল। মূলত এই বছরেই ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়া দলকে ২-১ ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল পৌঁছে গিয়েছিল ডব্লিউ টি সি ফাইনালে (WTC FINAL) এবং গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এই ফাইনাল ম্যাচটি। ম্যাচের প্রথম দিনেই টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

এমনকি প্রথমেই উইকেট হারিয়ে ফেলেন ইনফর্ম অস্ট্রেলিয়া ব্যাটসম্যান উসমান খাজা (Usman Khawaja)। পাশাপাশি ৭৩ রানের মধ্যেই ডেভিড ওয়ার্নার (David Warner) এবং মারনাস লাবুসেন (Marnus Labuschagne) প্যাভেলিয়ানের পথ দেখান। এরপরে অস্ট্রেলিয়া দল নতুন করে পার্টনারশিপ গড়ে তোলেন যখন দলের হয়ে ব্যাটিং করতে আসেন স্টিভেন স্মিথ (Steve Smith) এবং ট্রেভিস হেড (Travis Head)। প্রথমে ব্যাটিং করে ভারতীয় দলের দুর্বল বোলিং এর বিরুদ্ধে ১০ উইকেট হারিয়ে ৪৬৯ রানের দুর্দান্ত একটি ইনিংসের পরিসমাপ্ত করল অস্ট্রেলিয়া।

বেঁচে গেলেন শার্দূল

Shardul Thakur, wtc
Shardul Thakur | Image: Getty Images

প্রথম থেকে যখন ভারতীয় দলকে বেশ সমস্যার মুখে দেখা যাচ্ছিল, তারপরেই দলের হয়ে মিডিল অর্ডারে ব্যাটিং করতে এসেছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। উল্লেখযোগ্য ভাবে, ১৬ মাস পর অজিঙ্কা রাহানে ভারতীয় দলে ফিরেছেন। এবং কঠিন পরিস্থিতে নিজেকে মেলে ধরলেন রাহানে। ছক্কা হাঁকিয়ে ২৬ তম টেস্ট অর্ধশতরান উদযাপন করলেন রাহানে। অন্যদিকে অশ্বিনের জায়গায় দলে সুযোগ পাওয়া শার্দূল ঠাকুর (Shardul Thakur) নিজের ছাপ রাখছেন। তিনি ৩৬ রানে ব্যাটিং করেছেন এবং তিনি এবার জীবন দান পেলেন রাহানের মতনই।

গতকাল রাহানে ঠিক একইভাবে জীবন দান পেয়েছেন যখন তিনি ১৭ রানে ব্যাটিং করছিলেন তখন প্যাট কামিন্স (Pat Cummins) তাকে এল বি ডব্লিউ করেন। কিন্তু বলটি নো হওয়ায় বেঁচে যান গতকাল এবং আজকে আবার ৬০ তম ওভারে যখন রাহানে ৮৯ রানে ব্যাটিং করছিলেন তখন শার্দূল বিপরীত এন্ডে ৩৬ রানে ব্যাটিং করছিলেন । দেখা গেল আবার একটি নো বল করলেন অধিনায়ক প্যাট। এরপর জীবন দান পেয়ে গেলেন লর্ড শার্দূল। তার এই নট আউটের ফুটেজ দেখে বিমর্ষিত এক অজি সমর্থক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *