WPL 2023: ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল। তাঁর দেড় দশক পর মেয়েদের ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু করতে চলেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। ছেলেদের ক্রিকেটে বিপ্লব এনেছিলো আইপিএল। ক্রীড়া আর বিনোদনের ব্যবধান ঘুচিয়ে ক্রিকেটকে পৌঁছে দিয়েছিলো জনগণের আরও কাছে। মেয়েদের ক্রিকেটকেও সেইভাবে জনমানসে ছড়িয়ে দিতে এক দুর্দান্ত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে মেয়েদের আইপিএলকে। এই নতুন লীগের পোশাকি নাম দেওয়া হয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ। প্রথম বছরে পাঁচটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লীগেও দল নামাতে চলেছে দিল্লী ক্যাপিটালস (DC), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এছাড়াও আদানী গোষ্ঠীর গুজরাত জায়ান্টস এবং কেপ্রি গ্লোবাল সংস্থার অধীনে থাকা ইউপি ওয়ারিয়ার্সও থাকছে ডব্লুপিএলে। ছেলেদের প্রতিযোগিতার মত এই টুর্নামেন্টেও রয়েছে নিলামপর্ব। মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে আজ অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী বসেছে এই নিলামের আসর। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে নাম লেখালেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। এখনও অব্দি সর্বোচ্চ মূল্য পেয়েছেন তিনিই। আজকের নিলামে এখনও অব্দি মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভারতের মেয়েরাই। তরুণ প্রতিভাদের ওপর বিনিয়োগ করার ক্ষেত্রে পিছপা হচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। মেয়েদের আইপিএলে বাংলার ফ্লেভার জুড়লেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। ১৯ বছরের রিচাকে দলে নিতে ঝাঁপালো একাধিক ফ্র্যাঞ্চাইজি।
বিশ্বজয়ী উইকেটরক্ষক রিচা রয়েছেন দুরন্ত ফর্মে-

যত দিন যাচ্ছে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠছেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। মিডল অর্ডার ব্যাটার হিসেবে মূলত খেলেন তিনি। শেষের ওভারে ঝোড়ো ব্যাটিং করে দলক ভরসা দিচ্ছেন রিচা। কিছুদিন আগেই অনূর্দ্ধ-১৯ দলের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে মেয়েদের সিনিয়র দল বর্তমানে টি-২০ বিশ্বকাপ খেলছে। কাপস্বপ্ন জিইয়ে রাখতে রিচার ওপরেই অনেকখানি নির্ভর করছেন ভারতের মেয়েরা। রিচার (Richa Ghosh) সবচেয়ে বড় শক্তি তাঁর বড় শট মারার ক্ষমতা। কেরিয়ারে ২৬ টি-২০ ইনিংসে ৪৫৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৫ এর উপর। গতকালই ২০২৩ টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতকে জয় এনে দিয়েছেন তিনি। মাত্র ২০ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৫ টি চারের সাহায্যে ১৫৫ স্ট্রাইক রেটসহ রিচার (Richa Ghosh) ৩১ রানের ইনিংস প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। এর আগেও ‘ফিনিশার’ হিসেবে নজর কেড়েছিলেন তিনি। কিছুদিন আগেই দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ধুন্ধুমার ক্যামিও ইনিংস এসেছিলো তাঁর ব্যাট থেকে। উইকেটরক্ষক হিসেবেও নির্ভরযোগ্য রিচা। ১২ টি ক্যাচ এবং ১৬ টি স্টাম্পিং তিনি করেছেন আন্তর্জাতিক টি-২০তে। ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। মেয়েদের বিগ ব্যাশ লীগে (WBBL) হোবার্ট হারিকেনস দলের হয়ে খেলেছেন তিনি।
রিচার জন্য সম্মুখসমরে একাধিক WPL ফ্র্যাঞ্চাইজি-

উইকেটরক্ষকদের সেটের নিলাম যখন শুরু হয়, তখন উপস্থিত সকলে অপেক্ষা করে ছিলেন রিচা ঘোষের (Richa Ghosh) নাম শোনার জন্য। মাত্র ১৯ বছর বয়স রিচার। ভবিষ্যত বিনিয়োগ হিসেবে তাঁকে নিতে যে ঝাঁপাবে দলগুলো সে বিষয়ে নিশ্চিত ছিলেন সকলে। বাস্তবে দেখা গেলো সেটাই। ছেলেদের প্রতিযোগিতার বেস প্রাইসের মত মেয়দের আইপিএলেও রয়েছে ‘রিজার্ভ প্রাইস।’ সর্বোচ্চ ৫০ লাখের ক্যাটেগরিতে নিজেকে রেখেছিলেন রিচা (Richa Ghosh)। বাংলার উইকেটরক্ষক-ব্যাটারের দাম কোটির গণ্ডী ছাড়াতে বিশেষ সময় লাগলো না। শুরুতে আগ্রহ দেখিয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। দিল্লী দলের ডায়রেকটর অফ ক্রিকেট স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাংলার প্রতিভাকে তিনি দলে চাইবেন, তা তো স্বাভাবিকই। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ক্যাপিটালস দল। তীব্র লড়াই চলে নিলামের টেবিলে। শেষমেশ পিছু হটতে বাধ্যই হয় দিল্লী। ১ কোটি ৯০ লাখ অর্থাৎ রিজার্ভ প্রাইসের প্রায় চারগুণ অর্থের বিনিময়ে দাক্ষিনাত্যের শহরে পাড়ি জমালেন বাংলার রিচা (Richa Ghosh)। তাঁকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ট্যুইটও করেছে আরসিবি।
দেখুন RCB’এ ট্যুইট’টি-
Attacking ✅
Finisher ✅
She is a Keeper, literally 😍🔥Welcome to RCB, Richa Ghosh! 🤩#PlayBold #WeAreChallengers #WPL2023 #WPLAuction #NowARoyalChallenger pic.twitter.com/M76oxuKP2Z
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 13, 2023