WPL 2023: ছেলেদের আইপিএলের অভূতপূর্ণ সাফল্যের পর মেয়েদের ক্রিকেটেও এই বছর থেকে আইপিএল চালু করতে চলেছে ভারতীয় বোর্ড। মেয়েদের ক্রিকেটেও বিপ্লব আনতে সাহায্য করবে এই প্রতিযোগিতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম বছর প্রতিযোগিতায় থাকছে পাঁচ দল। আহমেদাবাদ, লক্ষ্ণৌ, মুম্বই, বেঙ্গালুরু এবং দিল্লীকে দেখা যাবে উইমেন্স প্রিমিয়ার লীগের ট্রফির জন্য লড়াই করতে। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যেম WPL-এর সূচনা করার ভাবনাচিন্তা রয়েছে বোর্ডের। মার্চের গোড়াতেই ক্রিকেট মাঠে এলিস পেরি (Ellyse Perry), সোফি একলেস্টোনদের (Sophie Ecclestone) সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে রিচা ঘোষ (Richa Ghosh), শেফালী ভার্মাদের। পাঁচ দলের মধ্যে কোন তারকা’কে দলে নেবে কারা, তা জানতে আগ্রহ রয়েছে। পুরুষদের আইপিএলের মত WPL-এ রয়েছে ক্রিকেটার নিলামপর্ব। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে মেয়েদের আইপিএলের প্রথম নিলাম পর্ব। ৪০৯ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে আজ। পাঁচ দল মিলিয়ে জায়গা খালি রয়েছে মাত্র ৯০ টি। প্রতি দলের হাতে রয়েছে ১২ কোটি টাকার পার্স। প্রথম পর্বেই বিশাল অঙ্কে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর’রা। দ্বিতীয় পর্বেও থামলো না অর্থের বৃষ্টি। কোটি টাকার গণ্ডী পেরোলেন ৭ জন। এই পর্বে সর্বোচ্চ দাম পেলেন নাতালি স্কিভার (Natalie Sciver)। ৩ কোটি ২০ লাখ টাকায় মম্বই ইন্ডিয়ান্সে (MI) নাম লেখালেন তিনি। দেখে নিন নিলামের দ্বিতীয় পর্বে মহিলা ক্রিকেটের তারকারা কে যোগ দিলেন কোন দলে।
দীপ্তি শর্মা-
দল- ইউ পি ওয়ারিয়ার্স (UPW)
দর পেলেন- ২ কোটি ৬০ লাখ
রিজার্ভ প্রাইস- ৫০ লাখ
রেণুকা সিং-
দল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
দর পেলেন- ১ কোটি ৫০ লাখ
রিজার্ভ প্রাইস- ৫০ লাখ
নাতালি স্কিভার-
দল- মুম্বই ইন্ডিয়ান্স (MI)
দর পেলেন- ৩ কোটি ২০ লাখ
রিজার্ভ প্রাইস- ৫০ লাখ
তালিয়া ম্যাকগ্রা-
দল- ইউ পি ওয়ারিয়ার্স (UPW)
দর পেলেন- ১ কোটি ৪০ লাখ
রিজার্ভ প্রাইস- ৪০ লাখ
বেথ মুনি-
দল- গুজরাত জায়ান্টস (GG)
দর পেলেন- ২ কোটি
রিজার্ভ প্রাইস- ৪০ লাখ
শবনিম ইসমাইল-
দল- ইউ পি ওয়ারিয়ার্স (UPW)
দর পেলেন- ১ কোটি টাকা
রিজার্ভ প্রাইস- ৪০ লাখ
এমিলিয়া কের-
দল- মুম্বই ইন্ডিয়ান্স
দর পেলেন- ১ কোটি
রিজার্ভ প্রাইস- ৪০ লাখ