WPL 2023: ছেলেদের ক্রিকেটে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর মেয়েদের খেলাতেও এই বছর থেকে আইপিএল চালু করতে চলেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। আগামী মার্চ মাসে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হবে মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লীগের খেলাগুলি। ছেলেদের মত মেয়েদের আইপিএলেও রয়েছে নিলামপর্ব। পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে বদ্ধপরিকর ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামের টেবিলে কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজী নয়। আজ মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছে মেয়েদের আইপিএলের প্রথম নিলামপর্ব। শুরু থেকে দড়ি টানাটানিতে জমে উঠেছে ঐতিহাসিক এই অনুষ্ঠানটি। প্রথম পর্বেই ৩ কোটি ৪০ লাখ টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গে যুক্ত হলেন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। ৩ কোটি ২০ লাখ টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার নাতালি স্কিভারকে (Natalie Sciver) দলে নিলো মুম্বই ইন্ডিয়ান্স’ও (MI)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিপুল অর্থ পেলেন দীপ্তি শর্মাও। নতুন মুখেদের মধ্যে অকশন পর্বে ঝড় তুললেন জেমাইমা রড্রিগেস (Jemimah Rodrigues) এবং শেফালী ভার্মারাও (Shafali Verma)। তবে এই অর্থের ঝনঝনানির মাঝে খানিক হতাশা বাসা বাঁধবে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মনে। দেশ-বিদেশের তারকাদের পিছনে অর্থের ঝুলি নিয়ে যখন দৌড়ালো পাঁচ ফ্র্যাঞ্চাইজি, তখন নিজের প্রতিভা অনুযায়ী দর সম্ভবত পেলেন না হরমনপ্রীত।
অল্প দামে হরমপ্রীতকে নিয়ে বড় দাঁও মুম্বইয়ের-

উইমেন্স প্রিমিয়ার লীগের নিলামের শুরুটাই হয়েছিলো ধুন্ধুমার ভাবে। প্রথম নাম হিসেবে অকশনার মল্লিকা সাগর যখন স্মৃতি মন্ধানার নাম উচ্চারণ করেন, নিলামের প্যাডেল উপরে তুলতে মুহূর্ত’ও খরচ করে নি মুম্বই (MI) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ছেলেদের আইপিএলের দুই নামজাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে চূড়ান্ত লড়াই হলো মহিলা দলের ওপেনারকে নিয়ে। ১২ কোটির পার্সের পরোয়া না করেই শেষ অব্দি বাঁ-হাতি ওপেনারকে দলে নিতে দৌড়ালো দুই দল। শেষ হাসি অবশ্য হাসলো বেঙ্গালুরু। স্মৃতি’কে খোয়ানোর পর হরমনপ্রীতকে (Harmanpreet Kaur) দলে নেওয়াই পাখির চোখ করেছিলেন নীতা আম্বানী। আকাশ আম্বানীরা। নিলামের তালিকায় দ্বিতীয় নামটিই ছিলো ভারতের ক্যাপ্টেনের। আরও একবার মুম্বই এবং বেঙ্গালুরুর মধ্যেই লড়াই হয়। তবে এবার আর বেশীদূর এগোয় নি বেঙ্গালুরু দল (RCB)। ৫০ লাখের রিজার্ভ প্রাইস ছিলো হরমনের। ১ কোটি ৮০ লাখেই তাঁকে দলে নিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। অন্তত ২ থেকে ২.৫০ কোটি অব্দি পৌঁছাতে পারে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দর, এমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞ’রা। তবে তার অনেক আগেই থেমে গেলো নিলাম যুদ্ধ। যেখানে জেমাইমা রড্রিগেসের দাম পৌঁছালো ২ কোটি ২০ লক্ষে, শেফালী ভার্মা (Shafali Verma) পেলেন ২ কোটি টাকা, সেখানে হরমনের মত ক্রিকেটারের দাম’কে যথেষ্ট কমই বলছেন বিশেষজ্ঞ’রা। ১ কোটি ৮০ লাখ টাকায় তাঁর মত ক্রিকেটারকে দলে নিয়ে বড় দাঁও মারলো মুম্বই। ঝোড়ো ব্যাটারের পাশাপাশি সম্ভবত নিজেদের অধিনায়ককেও পেয়ে গেলো তারা।