GGTW VS UPW: জমে উঠেছে উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL), শেষ সপ্তাহের খেলা অগ্রসর হওয়ার সাথে সাথে কোয়ালিফিকেশনের তালিকায় কোন কোন দল অগ্রসর হয়েছে তা অনেকটাই স্পষ্ট। ইতিমধ্যে প্রথম ৫ ম্যাচে ৫ টি তেই জয়লাভ করে প্রথম দল হিসাবে প্লে অফসে কোয়ালিফাই করেছে মুম্বই দল। পাশাপাশি গত ম্যাচে গুজরাতের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের জয়ের সাথে সাথে দিল্লিও পৌঁছে গিয়েছে প্লে অফস পর্বে ।তবে মুম্বইয়ের জয়ের রথ থামিয়ে দিয়েছে ইউপি ওয়ারিয়ার্স। দুরন্ত ম্যাচের নমুনা দেখা গিয়েছিল দুই দলের প্লেয়ারদের থেকে। তবে আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট ও ইউপি দল।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
বলতে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে গুজরাট দল। তো অন্যদিকে টেবিল টপার মুম্বইকে হারিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউপি ওয়ারিয়ার্স। আজকের ম্যাচে জিতলে তাদের প্লে অফসে পৌঁছানো অনেকটা সহজ হয়ে যাবে। গুজরাটের সবচেয়ে বড় দুর্বলতা হল এখানে অভিজ্ঞ অধিনায়ক নেই। বেথ মুনির (Beth Mooney) চোটের পর টুর্নামেন্টের বাইরে থাকা এবং তারপর অলরাউন্ডার স্নেহা রানার (Sneha Rana) হাতে অধিনায়কত্ব হস্তান্তর করার পর ভালো প্লেয়ারদের নিয়ে মাঠে নামলেও যোগ্য ফলাফল পাচ্ছে না দল।
GGTW VS UPW , WPL MATCH NO 17 PITCH REPORT

গুজরাট বনাম ইউপি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। আপাতত পয়েন্ট তালিকায় এক দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তো অন্যদলের কাছে এখনও রয়েছে প্লে অফস খেলার আশা। আজকের ম্যাচে গুজরাতের কাছে কোনো সুযোগ না থাকলেও ইউপি দলের কাছে আছে সুবর্ণ সুযোগ। এর আগে যখন দুই দল মুখোমুখি হয়েছিল তখন ইউপি দল মেরেছিলো বাজি। আজকের ম্যাচে আবার দেখা যেতে পারে চার ছক্কার বৃষ্টি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
এই মাঠের পিচ মূলত ব্যাটিং সহায়ক হলেও এই মাঠের উইকেট থেকে পেসাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। ম্যাচের প্রথম দিকে বল সিম ও সুইং করে, ফলে ব্যাটসম্যানদের একটু চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। পরের দিকে পিচ ব্যাটিংয়ের সহায়ক হয়ে ওঠে। এই মাঠে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। ঘরোয়া টি-টোয়েন্টি খেলায় প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৫।
GGTW VS UPW , MATCH NO 17 , WEATHER REPORT
সোমবার দুপুরে অনুষ্ঠিত হতে চলা গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্সের মধ্যে ম্যাচটির সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সেই সঙ্গে আদ্রতা থাকবে ৪৮ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ১৯ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত।
GGTW VS UPW , MATCH NO 17 , LIVE STREAMING
Viacom 18- এর কাছে ২০২৩ সালে মহিলা প্রিমিয়ার লিগের সম্প্রচারের অধিকার থাকবে। ভক্তরা Jio Cinema-তেও WPL-এর ম্যাচ দেখতে পারবেন, সাথে স্পোর্টস 18 নেটওয়ার্কেও সম্প্রচার করা হবে।
GGTW VS UPW , MATCH NO 17, PREDICTED XI

গুজরাট জায়ান্টস :
সাবিনেনি মেঘনা, লরা ওলভার্ড, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারহাম, সুষমা ভার্মা (উইকেটরক্ষক), দয়ালান হেমলতা, স্নেহ রানা (অধিনায়ক), কিম গার্থ, মানসী জোশী, তনুজা কানওয়ার।
ইউপি ওয়ারিয়ার্স :
অ্যালিসা হিলি (ডব্লিউ/সি), দেবিকা বৈদ্য, কিরণ নাভগিরে, তাহলিয়া ম্যাকগ্রা, গ্রেস হ্যারিস, দীপ্তি শর্মা, পার্শ্ববী চোপড়া, সিমরান শেখ, সোফি একলেস্টোন, অঞ্জলি সারভানি, রাজেশ্বরী গায়কওয়াদ।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur