Gujrat beat delhi

WPL 2023:মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) খেলা। টুর্নামেন্টের শুরুর দিকে রানের বন্যা দেখা গেলেও ব্যবহারের ফলে বাইশ গজ অনেক মন্থর হয়েছে ব্র্যাবোর্ন এবং নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের। পিচে পড়ে খানিক থেমে ব্যাটে আসছে বল। ফলে রান তোলা সহজ হচ্ছে না ব্যাটারদের পক্ষে। টুর্নামেন্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাটিং বিক্রম নয়, বরং আঁটোসাঁটো বোলিং-ই লিখছে ম্যাচের ভাগ্য। আজ দিল্লী ক্যাপিটালস (DCW) বনাম গুজরাত জায়ান্টস (GGT) ম্যাচেও জয়-হারের ভাগ্যনিয়ন্তা হয়ে দাঁড়ালো বোলিং-ই।

প্রথম পর্বের ম্যাচে গুজরাত জায়ান্টসকে (GGT) ১০ উইকেটে হারিয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DCW)। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিলো তাদের। আজ অবশ্য অন্য গুজরাতকে দেখা গেলো মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। টসে জিতে সাধারণত ব্যাটিং-ই বেছে নেন দিল্লী অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning)। আজ তিনি বেছেছিলেন বোলিং। ছকভাঙা পথে চলতে গিয়ে লাভ অবশ্য কিছু হলো না। মাত্র একটি জয় নিয়ে ধুঁকছিলো গুজরাত। আজ দোর্দণ্ডপ্রতাপ দিল্লীকে (DCW) হারিয়ে লীগের প্লে-অফ এ জায়গা করে নেওয়ার দৌড়ে ফিরে এলো তারা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তোলে জায়ান্টস’রা (GGT)। ফর্মে থাকা দিল্লী ব্যাটাররা সহজেই এই রান তাড়া করে দেবে বলে মনে করেছিলেন দর্শকেরা। কিন্তু সেই অনুমানকে ভুল প্রমাণ করলেন জায়ান্টস (GGT) বোলার’রা। টুর্নামেন্টের শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ছিলেন তারা। আজ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠতে দেখা গেলো বোলারদের। ১৩৬ রানের মধ্যে দিল্লীকে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতলো গুজরাত। স্নেহ রানা-র দলের ক্রিকেটারদের লড়াকু মানসিকতাকে সেলাম জানাচ্ছে সমাজমাধ্যম।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

হরলীন,গার্ডনারকে কুর্ণিশ জানাচ্ছেন নেটিজেনরা-

WPL 2023 | DCW vs GGT | image: Twitter
Gujarat Giants pulled off a thrilling victory against Delhi Capitals at Brabourne Stadium

টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলিতে দানা বাঁধছিলো না গুজরাত দলের রসায়ন। তারকাসমৃদ্ধ দল হলেও মাঠে দলীয় সংহতির খানিক অভাব দেখা যাচ্ছিলো খেলার মধ্যে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অধিনায়ক বেথ মুনি (Beth Mooney) চোট পেয়ে ছিটকে যায়া অনেক গুণ চাপ বাড়িয়েছিলো জায়ান্টস দলের ওপর। অবশেষে আজ নিজেদের ফিরে পেলেন স্নেহ রানা (Sneh Rana), মানসী জোশি’রা। আগাগোড়া আধিপত্য নিয়ে খেলে দিল্লীর মত শক্তিশালী দলকে তারা হারালো ১১ রানে।

দিল্লীর বিরুদ্ধে গুজরাতের জয়ে আজ বড় ভূমিকা রাখলো প্রথম একাদশের রদবদল। গোটা টুর্নামেন্ট জুড়ে হতাশ করেছিলেন ওপেনার সাবভিনেনী মেঘনা (Sabbhineni Meghana)। তাঁকে ছেটে ফেলে জায়ান্টস’রা (GGT)। বদলে সুযোগ দেওয়া হয়েছিলো দক্ষিণ আফ্রিকার লরা উলফার্ট’কে (Laura Wolvaardt)। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন লরা। আজ উইমেন্স প্রিমিয়ার লীগেও জাত চেনালেন দক্ষিণ আফ্রিকার তরুণী। দুর্দান্ত অর্ধশতক দেখা গেলো তাঁর ব্যাট থেকে। সাফল্য পেলেন হরলীন দেওল’ও (Harleen Deol)। গুজরাতের সবচেয়ে ধারাব্বাহিক ক্রিকেটার তিনি। আজকেও ব্যাটে-বলে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেলেন তিনি। ৩১ রানের পাসাপাশি নিলেন ১ উইকেট।

হরলীনের পাশাপাশি আরেক অলরাউন্ডারের পারফর্ম্যান্সেও মোহিত গুজরাত জায়ান্টস (GGT) ফ্যানেরা। তিনি অস্ট্রেলীয় অ্যাশলি গার্ডনার (Ashleigh Gardner)। আজ ৩৩ বলে ৫১* রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বল হাতেও জয় ও হারের মাঝে ব্যবধান হয়ে দাঁড়ালেন গার্ডনার। মাত্র ১৯ রানের বিনিময়ে নিলেন ২ উইকেট। আজকের পারফর্ম্যান্স দিয়েই যেন গুজরাত ডব্লু পি এলে নিজেদের প্রতিষ্ঠিত করলো। ভবিষ্যতে আরও সাফল্য পাবে দল। আজকের পারফর্ম্যান্সের পর আশাবাদী অনুরাগীরা।.

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

দেখুন ট্যুইটার চিত্র-

https://twitter.com/prajigharpure09/status/1636414983717240832?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *