WPL 2023, DCW vs MIW, MATCH NO-07: জয়যাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর দিল্লী, মুম্বই’কে থামাতে এই ক্রিকেটার হতে পারেন মেগ ল্যানিং-দের ব্রহ্মাস্ত্র !! 1

WPL 2023: মহারণের অপেক্ষায় প্রহর গুনছে উইমেন্স প্রিমিয়ার লীগ। টুর্নামেন্টের শুরু থেকেই দাপট দেখিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লী ক্যাপিটালস। দুই সেরা দলের মুখোমুখি লড়াইতে জয়ী হয় কে? জানতে আগ্রহ রয়েছে ক্রিকেটমহলে। এখনও অবধি দুটি করে ম্যাচ খেলেছে দুই দলই। দুটিতেই জিতেছে তারা। রান-রেটের হিসেবে প্রথম স্থানে রয়েছে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), ন্যাটালি সিভার-ব্রান্টদের (Natalie Sciver-Brint) মুম্বই, আর দিল্লী রয়েছে দ্বিতীয় স্থানে। মুখোমুখি লড়াইতে জিতে লীগ তালিকার শীর্ষস্থানে জায়গা করে নিতে মুখিয়ে রয়েছে দিল্লী।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউ পি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুটি ম্যাচেই প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে দুশো রানের গণ্ডী পেরিয়েছে দিল্লী। সেরা ফর্মে রয়েছেন তাঁদের অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning)। ছন্দে রয়েছেন আরেক ওপেনার শেফালী ভার্মা’ও (Shafali Verma)। মিডল অর্ডারে প্রথম দুই ম্যাচে ভরসা যুগিয়েছেন জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues), অ্যালিস ক্যাপসি, মারিজান কাপ (Marizanne Kapp), জেস জোনাসেন’রা (Jess Jonassen)। প্রয়োজনে দিল্লী যে বল হাতেও ভয়ঙ্কর হতে পারে তার আভাস ইতিমধ্যে দিয়ে রেখেছেন তারা নরিস’রা (Tara Norris)। সব মিলিয়ে দিল্লীএকাদশের ভারসাম্য তাদের আত্মবিশ্বাস এনে দেবে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

অপরপক্ষে ফর্মের তুঙ্গে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স’ও (MI)। প্রথম ম্যাচে গুজরাতকে তারা ১৪৩ রানে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েছে ৯ উইকেটে। পারফেক্ট রেকর্ড ধরে রাখতে মরিয়া থাকবে তারাও। হরমনপ্রীত-ন্যাট সিভার-এমিলিয়া কেরদের মত তারকাদের নিয়ে গড়া মুম্বইয়ের বিরুদ্ধে নিঃসন্দেহে কঠিন লড়াই অপেক্ষা করে আছে দিল্লীর জন্য।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

WPL ম্যাচের সময়সূচি-

দিল্লী ক্যাপিটালস (DCW) vs মুম্বই ইন্ডিয়ান্স (MIW)

ম্যাচ নং- ০৭

তারিখ- ০৯/০৩/২০২৩

ভেন্যু- ডি ওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই, মহারাষ্ট্র

সময়- সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

DY Patil Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

DR. DY Patil Stadium | WPL 2023 | image: twitter
DY Patil Stadium will host the WPL game between DCW and MIW

উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম মরসুমের জন্য দুটি মাঠ বেছে নেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের তরফে। দিল্লী বনাম মুম্বই ম্যাচটি হতে চলেছে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। এছাড়াও মুম্বই-এর ঐতিহাসিক সিসিআই বা ব্র্যাবোর্ণ স্টেডিয়ামেও চলতে WPL-এর খেলা।। নবি মুম্বইতে এর আগে ৩৭টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হয়েছে আইপিএল ফাইনাল’ও। মহিলাদের ক্রিকেটের সাথেও পরিচিত এই মাঠ।

মেয়েদের একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ এই মাঠে আগে আয়োজিত হয়েছে। উইমেন্স প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিলো এখানে। আইপিএলে এর আগে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া, ডেকান চার্জার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ডও ছিলো এই মাঠ।

বরাবরই এই মাঠে ব্যাটাররা বাইশ গজ থেকে সাহায্য পেয়ে থাকেন। বড় রানের ম্যাচ আশা করাই যায় সেই কারণে। WPL-এ এখনও অবধি যে কয়টি ম্যাচ ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হয়েছে, প্রতিটিতেই ভালো রান উঠতে দেখা গিয়েছে। উইকেটে ধীর গতির বোলারদের জন্য খানিক সাহায্য থাকে। স্পিনার’রা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নবি মুম্বইতে শিশির বিশেষ ভূমিকা রাখবে না বলেই মত বিশেষজ্ঞদের। দিল্লী ও মুম্বই দুই দলেরই প্রধান অস্ত্র ব্যাটিং। টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন জয়ী অধিনায়ক।

Navi Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Navi Mumbai Weather | WPL 2023 | image: Twitter
Rain is unlikely to play any part in the DCW vs MIW game

দিল্লী ক্যাপিটালস এবং ইউ পি ওয়ারিয়র্সের মধ্যে ম্যাচটি হতে চলেছে ৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। খেলা সন্ধ্যেবেলা হওয়ায় উষ্ণতা খানিক কম থাকার সম্ভাবনা।

তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২২ শতাংশ। এছাড়াও ম্যাচের দিনে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া প্রবাহিত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। প্রকৃতির বাধা ছাড়াই উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচের আনন্দ নিতে পারবেন অগণিত ক্রিকেটপ্রেমী।

Live Streaming Details-

৯৫১ কোটি টাকার বিনিময়ে ২০২৩ থেকে ২০২৭ অবধি WPL-এর সম্প্রচার স্বত্ব নিয়েছে ভায়াকম ১৮। স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে এই টুর্নামেন্ট। এছাড়াও জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যাবে দিল্লী ক্যাপিটালস (DCW) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MIW) ম্যাচটি।

সম্ভাব্য একাদশ-

WPL 2023 | Delhoi Capitals | image: Twitter

ওপেনার- মেগ ল্যানিং, শেফালী ভার্মা।

মিডল অর্ডার- মারিজান কাপ, জেমিমা রড্রিগেজ, অ্যালিস ক্যাপসি।

ফিনিশার- জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া।

বোলার- অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, তারা নরিস, রাধা যাদব।

উইকেটরক্ষক- তানিয়া ভাটিয়া।

দিল্লী ক্যাপিটালসের (DC)এর সম্পূর্ণ একাদশ WPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের (MIW) বিরুদ্ধে-

মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালী ভার্মা, মারিজান কাপ, জেমাইমা রড্রিগেজ, অ্যালিস ক্যাপসি, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), জেস জোনাসেন, অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, তারা নরিস, রাধা যাদব।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *