WPL 2023: ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তত্ত্বাবধানে ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা সংক্ষেপে IPL। গত দেড় দশকে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। বিনোদনের রঙিন মোড়কে আচ্ছাদিত করে ক্রিকেটকে পেশ করেছে জনসাধারণের সামনে। ক্রীড়া জগতে জন্ম দিয়েছে এক বিপ্লবের। আইপিএলের সূচনার ঠিক দেড় দশক পরে মেয়েদের ক্রিকেটেও এক ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে ভেবেছে ভারতীয় বোর্ড। আইপিএলের লঞ্চপ্যাডকে ব্যবহার করে প্রথম বছর থেকেই তুমুল জনপ্রিয় হবে মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL)। এমনটাই আশা সকলের। প্রতিযোগিতার প্রথমে মরসুমে অংশগ্রহণ করছে পাঁচটি দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লী ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স ছেলেদের পাশাপাশি মহিলাদের টুর্নামেন্টেও অংশগ্রহণ করবে। পাশাপাশি দেখা যাবে গুজরাত জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়ার্সকেও। গতকাল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিলো প্রথম মরসুমের নিলামের আসর। সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকা দামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দিয়ে ইতিহাস লিখলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। এলিস পেরি (Ellyse Perry), রিচা ঘোষ (Richa Ghosh), সোফি ডিভাইনদের (Sophie Divine) মত তারকাদেরও দলে নিলো বেঙ্গালুরু। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর’কে (Harmanpreet Kaur) দলে নিয়েছে মুম্বই। জেমাইমা রড্রিগেস (Jemimah Rodrigues), শেফালী ভার্মা (Shafali Verma) খেলবেন দিল্লীর হয়ে। ১২ কোটি টাকার পার্স ছিলো প্রত্যেক দলের হাতে। পছন্দের খেলোয়াড় বেছে নিতে কোনোরকম কার্পন্য করে নি ফ্র্যাঞ্চাইজিগুলি। ৪০৯ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হলো গতকাল। কোন তারকা নাম লেখালেন কোন দলে? রইলো তার হদিশ।
WPL 2023-এ পাঁচটি দলের সম্পূর্ণ স্কোয়াড-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
স্মৃতি মন্ধনা, রিচা ঘোষ, সোফি ডিভাইন, এলিস পেরি, রেণুকা সিং, এরিন বার্ণস, দিশা কাসাত, ইন্দ্রাণী রায়, শ্রেয়াঙ্কা পাতিল, কণিকা আহূজা, আশা শোবানা, হিদার নাইট, ডেন ফান নাইকার্ক, প্রীতি বোস, পুনম খেমনার, কোমার জাঞ্জার, মেগান শ্যুট, সাহানা পাওয়ার।
মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
হরমনপ্রীত কৌর, নাতালি স্কিভার, এমেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইয়াস্তিকা ভাটিয়া, হিদার গ্রাহাম, ইসাবেল ওয়ঙ্গ, আমানজ্যোৎ কৌর, ধারা গুজ্জর, সাইকা ঈশাক, হেইলি ম্যাথিউজ, ক্লোয়ি ট্রায়ন, হুমাইরা কাজি, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, জিন্তামণি কলিতা, নীলম বিস্ত।
দিল্লী ক্যাপিটালস (DC)-
জেমাইমা রড্রিগেস, মেগ ল্যানিং, শেফালী ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজেন কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্যারিস, জাসিয়া আখতার, মিন্নু মনি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসেন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মন্ডল।
গুজরাত জায়ান্টস (GGT)-
অ্যাশলি গার্ডনার, বেথ মুনি, সোফিয়া ডাঙ্কলি, দিয়ান্দ্রা ডটিন, অ্যানাবেল সাদারল্যান্ড, হরলীন দেওল, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়ারহ্যাম, দয়ালান হেমলতা, মনিকা প্যাটেল, তনুজা কানওয়ার, মানসী জোশি, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারী, পারুনিকা সিসোদিয়া, শবনম শাকিল।
ইউ পি ওয়ারিয়ার্স (UPW)-
সোফি একলেস্টোন, দীপ্তি শর্মা, তালিয়া ম্যাকগ্রা, শাবনিম ইসমাইল, অ্যালিসা হিলি, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়, শ্বেতা শেহরাওয়াত, সোপ্পাধান্দি যশস্রী, প্বার্শভি চোপড়া, কিরণ নাভগিরে, গ্রেস হ্যারিস, দেবিকা বৈদ্য, লরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরণ শেখ।