World Cup 2023: বাংলাদেশের বিপক্ষে আজ চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) লীগ পর্বের চতুর্থ ম্যাচ খেললো টিম ইন্ডিয়া। এর আগে চেন্নাই, দিল্লী এবং আহমেদাবাদে যথাক্রমে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়েছিলো ভারত। আজ উপমহাদেশের আরেক প্রতিপক্ষ বাংলাদেশকেও বিশেষ সুযোগ দিলেন না রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ’রা (Jasprit Bumrah)। দিনের শেষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’ চার ম্যাচ শেষে অপরাজিতই রইলো ভারত। জায়গা করে নিলো লীগ তালিকার একদম উপরের দিকে। আজ বাংলাদেশের হয়ে মাঠে দেখা যায় নি শাকিব আল হাসান’কে। অধিনায়কত্ব করলেন নাজমুল হোসেন শান্ত। তিনি টস জিতলেও ম্যাচ জিততে পারলেন না।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমেছিলো ২৫৬ রানে। তাদের হয়ে দুই ওপেনার তানজিদ তামিম (Tanzid Hasan) এবং লিটন দাস (Litton Das) অর্ধশতক করেন। ৪৬ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ’ও। পুনের মাঠে পঞ্চাশ ওভারের গড় স্কোর ৩০৭। সেখানে ২৫৬ যে কখনই যথেষ্ট নয় তা ইনিংসের বিরতিতেই উঠে এসেছিলো বিশেষজ্ঞদের আলোচনায়। রান তাড়া করতে নেমে শুরুটা ঝড়ের বেগে করেন রোহিত ও শুভমানের ওপেনিং জুটি। ৮৮ রান স্কোরবোর্ডে জোড়েন দুজনে। এরপর প্রথমে ফেরেন রোহিত এবং কিছুক্ষণের মধ্যেই সাজঘরের পথ ধরেন শুভমান’ও (Shubman Gill)। দুই ওপেনার আউট হওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরে নেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ ইনিংসের সূচনাটা স্বপ্নের মত হয়েছিলো তাঁকে। হাসান মাহমুদের জোড়া ফ্রি হিটে মেরেছিলেন চার-ছক্কা। সেই রেশই শেষ অবধি রয়ে গেলো তাঁর ব্যাটে।
Read More: World Cup 2023: “নামে বাঘ, কাজে বিড়াল…” ভারতের বিপক্ষে নাস্তানাবুদ বাংলাদেশ, তীব্র কটাক্ষের শিকার নেটদুনিয়ায় !!
অনবদ্য শতকের পরে আবেগে ভাসলেন বিরাট-

মাঝের ওভারগুলোয় বেশী চার-ছক্কা নয়, বরং স্ট্রাইক রোটেটের দিকে জোর দিয়েছিলেন বিরাট (Virat Kohli)। শ্রেয়স আইয়ারের সাথে জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করার পথে এগোন। শ্রেয়স ফিরলেও কে এল রাহুলের (KL Rahul) সাথে জুটি বেঁধে একই কাজ করেন তিনি। বিরাট (Virat Kohli) গিয়ার বদলালেন ৮২ রানে এসে। সতীর্থের শতরান নিশ্চিত করার জন্য নিজের ব্যাটকে স্তব্ধ করে রাখেন রাহুল। নাটকীয় পরিস্থিতি তৈরি হয় পুনের বাইশ গজে। ভারতের চাই ২ রান। বিরাট ব্যাট করছেন ৯৭ রানে। এহেন অবস্থায় ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ‘কিং কোহলি।’ ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে এসেছিলো তাঁর শেষ বিশ্বকাপ (ICC World Cup 2023) শতরান। আট বছরের অপেক্ষার পর ফের এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
এই নিয়ে ৪৮তম ওয়ান ডে শতরান হলো তাঁর। শীর্ষে থাকা শচীন তেন্ডুলকরের থেকে মাত্র এক ধাপ পিছিয়ে রইলেন তিনি। ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে তাঁর শতরানের সংখ্যা দাঁড়ালো ৭৮। আজ তিন অঙ্কের রান স্পর্শ করে আবেগকে বাঁধ মানাতে পারেন নি তিনি। নাসুম’কে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেই শূন্যে মুষ্ঠিবদ্ধ হাত ছুঁড়ে দেন তিনি। জড়িয়ে ধরেন সতীর্থ রাহুলকে (KL Rahul)। এরপর দুই হাত মাথার উপরে তুলে অভিবাদন গ্রহণ করেন কোহলি (Virat Kohli)। পরে মাথার হেলমেট খুলে আকাশের দিকে আঙুল তুলে কিছু বলতেও দেখা গিয়েছে তাঁকে। প্রয়াত পিতার সাথে সম্ভবত ভাগ করে নিয়েছেন নিজের মনের আনন্দ। পুনের মাঠে এর আগে তাঁর ব্যাটিং গড় ছিলো ৬৫। আজকের ইনিংসের পর আরও খানিক বাড়বে তা।