World Cup 2023: জায়গা হয় নি ভারতীয় দলে, বিশ্বকাপে ‘বন্ধু’ সঞ্জু স্যামসনকে মনে করালেন ট্রেন্ট বোল্ট !! 1

World Cup 2023: বেজে গিয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023) দামামা। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। বিশ্বকাপকে সামনে রেখে সেজে উঠেছে ভারত। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-এর পর এই নিয়ে চতুর্থবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পথে হাঁটতে চলেছে ভারত। প্রথম এশীয় দেশ হিসেবে অর্জন করতে চলেছে এই কৃতিত্ব। ৫ তারিখ আহমেদাবাদের মাঠে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপে বিতর্কিত বাউন্ডারি কাউন্ট নিয়মের কারণে খেতাব হাতছাড়া হয়েছিলো কিউইদের। ফাইনালে প্রতিপক্ষ ছিলো সেই ইংল্যান্ডই। এবার শুরুটা তাদের হারিয়েই করতে চান কেন উইলিয়ামসন’রা (Kane Williamson)। সেই লক্ষ্যে এগোনোর জন্য প্রস্তুতিতেও কোনো খামতি রাখেন নি তাঁরা।

দিনকয়েক আগে বাংলাদেশকে তাদের দেশের মাঠে হারিয়ে ভারতে পা রেখেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য তারা যে তৈরি তা ভারতের মাটিতেও প্রমাণ করে দিয়েছে কিউই’রা। প্রথম প্রস্তুতি ম্যাচে হায়দ্রাবাদের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো তারা। বাবর-বাহিনীর ছুঁড়ে দেওয়া ৩৪৬ রানের বিশাল লক্ষ্য ৩৮ বল বাকি থাকতেই টপকে যান রচিন রবীনন্দ্র (Rachin Ravindra), মার্ক চাপম্যানরা। গতকাল তিরুঅনন্তপুরমে ‘ব্ল্যাক ক্যাপস’দের প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতে পা রেখেছে প্রোটিয়া’রা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কাজে এলো না তাদের প্রতিরোধও। ক্যুইন্টন ডি ককের (Quinton De Kock) অনবদ্য ৮৪ রানের ইনিংস সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারালো তারা। কেরলের মাঠে খেলা চলাকালীন আলোচনায় উঠে এলেন ভূমিপুত্র সঞ্জু স্যামসন’ও (Sanju Samson), সৌজন্যে ট্রেন্ট বোল্ট।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচেও জয় নিউজিল্যান্ডের-

NZ vs SA | ICC World Cup 2023 | Image: Getty Images
NZ vs SA | Image: Getty Images

গতকালের ম্যাচে গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জেতে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং বেছে নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। ওপেন করতে নেমে চেনা ছন্দে দেখা গেলো ডেভন কনওয়েকে (Devon Conway)। বাম হাতি ব্যাটার ৭৩ বলে ১টি ছক্কা এবং ১১টি চারের সাহায্যে করেন ৭৮ রান। দ্বিতীয় ওপেনার উইল ইয়ং অবশ্য মাত্র ১২ রান করেই লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) শিকার হন। হাঁটুর চোট সারিয়ে মাঠে ফিরছেন কেন উইলিয়ামসন। গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অর্ধশতক করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫১ বলে ৩৭ রান করে আহত ও অবসৃত হন  তিনি।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

প্রোটিয়া বোলিং-এর বিরুদ্ধে ছন্দ খুঁজে পেলেন টম ল্যাথাম (Tom Latham)। নিউজিল্যান্ড সহ-অধিনায়কের ব্যাট থেকে এলো ৫৬ বলে ৫২ রান। তাঁকে ফেরান মার্কো ইয়ানসেন। গ্লেন ফিলিপস করেন ৪০ বলে ৪৩। এরপর বেশ কয়েকটি কার্যকরী ইনিংস খেলতে দেখা গেলো মার্ক চাপম্যান,জিনি নীশম, মিচেল স্যান্টনারদেরও।নয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তাঁর ১৬ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস নিউজিল্যান্ডকে পৌঁছে দেয় ৩২১ রানে।

বৃষ্টিতে এরপর বাধাপ্রাপ্ত হয় খেলা। ডাকওয়ার্থ ল্যুইস পদ্ধতিতে এরপর দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২১৯। ইনিংসের তৃতীয় বলেই ট্রেন্ট বোল্টের (Trent Boult) শিকার হয়ে সাজঘরে ফেরেন রিজা হেনরিকস, তিনে নেমে রাসি ফান ডার দুসেন করেন ৫৬ বলে ৫১ রান। তাঁকে ফেরান স্যান্টনার, রান পান নি এইডেন মার্করাম’ও (Aiden Markram)। ঈশ সোধির বলে ১৩ রান করেন আউট হন তিনি। ক্যুইন্টন ডি ককের সাথে জুটি বেঁধে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। ৩৭ করে বোল্টের বলে তিনি আউট হতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব হয় নি। ১৮ করে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে ৮৪ করে অপরাজিত থাকেন ডি কক’ও।

সঞ্জুকে নকল করলেন বোল্ট-

Trent Boult | ICC World Cup 2023 | Image: Getty Images
Trent Boult | Image: Getty Images

কেরলের ভূমিপুত্র সঞ্জু স্যামসন’কে বিশ্বকাপের (ICC World Cup 2023) দলে সুযোগ দেয় নি টিম ইন্ডিয়া। ১৩টি একদিনের ম্যাচে ৫৫.৭১ ব্যাটিং গড় তাঁর। মোট রান ৩৯০। রয়েছে তিনটে অর্ধশতক’ও। স্ট্রাইক রেট ১০৪। এহেন পরিসংখ্যান সত্ত্বেও বিসিসিআই-এর পছন্দের তালিকায় যেন কিছুতেই জায়গা হচ্ছে না সঞ্জু স্যামসনের (Sanju Samson)। দিনকয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে অর্ধশতক করেছিলেন। তার পরেও এশিয়া কাপের মূল দলে রাখা হয় নি তাঁকে। স্ট্যান্ড বাই হিসেবে নিয়ে যাওয়া হয়েছিলো শ্রীলঙ্কায়। কিন্তু কে এল রাহুল ফিট ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ছেঁটে ফেলা হয়েছে। সঞ্জুর বদলে জায়গা দেওয়া হয়েছে তিলক বর্মার (Tilak Varma) মত আন্তর্জাতিক ক্রিকেটে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা তরুণকে। পরে বিশ্বকাপের ১৫ জনের দলেও ঠাঁই দেওয়া হয় নি তাঁকে। এই নিয়ে উত্তপ্ত রয়েছে ক্রিকেটমহল।

বিশ্বকাপে (ICC World Cup 2023) সঞ্জুকে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখার সাধ যদিও পূরণ হলো না, তবুও কেরলের তিরুঅনন্তপুরমের মাঠে উপস্থিত জনতাকে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ করে দিলেন বাম হাতি পেসার ট্রেন্ট বোল্ট। সঞ্জু (Sanju Samson) ও বোল্ট আইপিএলে খেলেন রাজস্থান রয়্যালসের (RR) হয়ে। দুজনে বেশ ভালো বন্ধু। গতকাল বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তিনি। উপস্থিত দর্শকদের অনেকেই তাঁর উদ্দেশ্যে ‘সঞ্জু…সঞ্জু…’ স্লোগান দিতে থাকেন। উইকেটরক্ষক-ব্যাটারের ভক্তদের নিরাশ করেন নি কিউই পেসার। নিজে বাম হাতি, তবুও ডান হাতে স্টান্স নিয়ে সঞ্জুর ভঙ্গিমায় কভার ড্রাইভ খেলার ইঙ্গিত করেন তিনি। মুহূর্তে শোরগোল পড়ে যায় দর্শকাসনে। দ্রুত অন্তর্জালে ভাইরাল হয় এই ভিডিও। বোল্ট (Trent Boult) ও সঞ্জুর বন্ধুত্বকে কুর্নিশ জানিয়েছে সমাজমাধ্যম।

দেখে নিন সেই ভিডিও-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *