World Cup 2023: ক্রিকেটদুনিয়ার নজর এখন ভারতের দিকে। আর দিনকয়েকের মধ্যেই শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। ১৯৮৭, ১৯৯৬, ২০১১-এর পর চতুর্থবার বিশ্বকাপের ম্যাচ সামনাসামনি দেখার অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে ভারতবাসী। আগের তিনবারের চেয়েও ২০২৩-এর বিশ্বকাপ হতে চলেছে অনেক বেশী ‘স্পেশ্যাল’। এর আগের তিনবারই আয়োজক হিসেবে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা পাকিস্তানের মত উপমহাদেশের অন্যান্য ক্রিকেটখেলীয়ে শক্তির সাথে মঞ্চ ভাগ করতে হয়েছে। তবে এই প্রথম কোনো এশীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের একক কৃতিত্ব অর্জন করতে চলেছে ভারত। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগেই সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে আইসিসি’র (ICC) তরফ থেকে। বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে ৫ অক্টোবর, আর ফাইনাল ১৯ নভেম্বর।
এবারের বিশ্বকাপের (ICC World Cup) যে সূচি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী মোট ৪৬দিনে ৪৮টি মূলপর্বের ম্যাচ আয়োজিত হবে দেশের দশটি শহরে। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল পাচ্ছে আহমেদাবাদ। ভারত-পাক মহারণও আয়োজন করবে তারা। অন্যদিকে মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্সকে দেওয়া হয়েছে দুইটি সেমিফাইনাল আয়োজনের দায়িত্ব। এই তিন শহর ছাড়াও আয়োজক শহরের তালিকায় রয়েছে চেন্নাই, পুনে, বেঙ্গালুরু, ধর্মশালা, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ এবং দিল্লী। প্রতিটি ভেন্যু সর্বোচ্চ পাঁচটি করে ম্যাচ পেয়েছে। তবে হায়দ্রাবাদ মূলপর্বের খেলা আয়োজন করবে তিনটি। বিশ্বকাপ শুরুর আগে পরিবেশ-পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য ওয়ার্ম-আপ ম্যাচ খেলার রীতি দেখা যায় প্রতি বিশ্বকাপেই। ২০২৩’ও ব্যতিক্রম নয়। বিশ্বকাপের (ICC World Cup) আগেই ব্যাট-বলের মহারণে নামতে দেখা যাবে দশ দলকেই। ওয়ার্ম-আপ ম্যাচের সূচিও প্রকাশ করা হলো আইসিসি’র তরফে।
Read More: IND vs IRE: “গোটা সিরিজ জুড়েই আমরা….”, তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বড় খোলসা জসপ্রিত বুমরাহ’র !!
এক নজরে ওয়ার্ম-আপ ম্যাচগুলি-

এবারের বিশ্বকাপে (ICC World Cup) ওয়ার্ম-আপ বা প্রস্তুতি ম্যাচগুলির যে সূচি প্রকাশ করা হয়েছে আইসিসি’র তরফ থেকে তা শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে। আর চলবে ৩ অক্টোবর, অর্থাৎ বিশ্বকাপ শুরুর ২ দিন আগে পর্যন্ত। মোট ১০টি ম্যাচ খেলা হবে দেশের তিনটি স্টেডিয়ামে। একমাত্র হায়দ্রাবাদ ছাড়া মূলপর্বের ম্যাচ আয়োজনকারী কোনো স্টেডিয়ামেই ওয়ার্ম-আপ ম্যাচ রাখা হয় নি। ২৯ সেপ্টেম্বরের নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (NZ vs PAK) এবং ৩ অক্টোবরের পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (PAK vs AUS) ম্যাচদুটি হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাকি আটটি খেলার জন্য বেছে নেওয়া হয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম এবং তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম।
বিশ্বকাপের মূলপর্বে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর টিম ইন্ডিয়া যথাক্রমে ইংল্যান্ড (IND vs ENG) এবং নেদারল্যান্ডসের (IND vs NED) বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচদুটি আয়োজিত হবে যথাক্রমে গুয়াহাটি এবং তিরুঅনন্তপুরমে। বাংলাদেশ দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে যথাক্রমে শ্রীলঙ্কা (২৯ সেপ্টেম্বর) এবং ইংল্যান্ডের (২ অক্টোবর) বিরুদ্ধে। এছাড়া ২ অক্টোবরের নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (NZ vs SA) ম্যাচটির দিকেও নজর থাকবে ক্রিকেটবিশ্বের। কিউই বনাম প্রোটিয়া দ্বৈরথ আয়োজিত হবে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে।
World Cup 2023, ওয়ার্ম-আপ ম্যাচের সূচি-

*প্রতিটি ম্যাচই দুপুর ২টো (ভারতীয় সময়) থেকে চালু হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২৩-
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
- দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুঅনন্তপুরম
- নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
৩০ সেপ্টেম্বর, ২০২৩-
- ভারত বনাম ইংল্যান্ড, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
- অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুঅনন্তপুরম
২ অক্টোবর, ২০২৩-
- ইংল্যান্ড বনাম বাংলাদেশ, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
- নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুঅনন্তপুরম
৩ অক্টোবর, ২০২৩-
- আফগানিস্তান্ বনাম শ্রীলঙ্কা, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
- ভারত বনাম নেদারল্যান্ডস, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুঅনন্তপুরম
- পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
Also Read: Asia Cup 2023: “রাহুলকে খেলানোর প্রয়োজন নেই…” দল নির্বাচন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের !!