World Cup 2023: ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ২০২৩। ৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় আছেন ফ্যানরা। তবে আবর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে তাকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। এরপর শাহকে প্রচুর ট্রোল করতে শুরু করেন ভক্তরা।
শাহ’কে ব্যাট করতে দেখা যায়
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহকেও সেই ম্যাচে দেখা যাবে। তবে এই ম্যাচের আগে তিনি নিজেই ব্যাট হাতে মাঠে নেমেছেন। হ্যাঁ, শাহের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে জয় শাহকে ব্যাট করতে দেখা গেছে। এই সময় তিনি ভাল শটও খেলেন। এরপর ফ্যানরা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করতে শুরু করেন। ভক্তরা শাহকে ট্রোল করতে কোন কমতি রাখছেন না।
দেখুন টুইট চিত্র:
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 3, 2023
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 3, 2023
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 3, 2023
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 3, 2023
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 3, 2023