Ashes 2023: শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে এবারের অ্যাসেজ (Ashes 2023)। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমেই ক্ষয়িষ্ণু বলে যাঁদের প্রায়ই আক্ষেপ করতে দেখা যেত, ২০২৩ এর অ্যাসেজ তাঁদের আক্ষেপের দিন ভোলাতে পারে। বেন স্টোকস (Ben Stokes) এবং প্যাট কামিন্সের (Pat Cummins) দলের লড়াই দেখতে এখনও অবধি চার টেস্টের প্রতিটি ম্যাচেই গ্যালারি উপচে পড়েছে ভীড়ে। রোদ-বৃষ্টি কিছুই দমাতে পারে ক্রিকেট দর্শকদের। লাল বলের ক্রিকেটের রোম্যান্টিকতা ফিরিয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই শিবিরই। প্রথম দুই টেস্টে অনবদ্য ক্রিকেট খেলে ২-০ এগিয়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। বার্মিংহ্যাম এবং লর্ডসে হারের পর প্রশ্নের মুখে পড়েছিলো ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট।
নিজেদের বদলানোর পথে হাঁটে নি ইংল্যান্ড। বরং হেডিংলেতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় তারা। ম্যাঞ্চেস্টারে আবহাওয়া জয়ের পথে বাধা না হয়ে দাঁড়ালে সিরিজ ২-২ করেই ওভালে শেষ ম্যাচ খেলতে নামতেন বেন স্টোকস ও তাঁর সতীর্থেরা।ম্যাঞ্চেস্টারের ম্যাচ হাতছাড়া হওয়ায় আরও একবার অ্যাসেজ নিজেদের জিম্মায় রেখে দিতে পারলো অস্ট্রেলিয়া। এই নিয়ে পরপর তিনবার। ছন্দে থাকা অজিদের হাতের মুঠোয় পেয়েও হারাতে না পারার আক্ষেপ রয়েছে ইংল্যান্ড ক্রিকেট মহলে। পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) বলেছেন এভাবে ম্যাচের ফলাফল নির্ধারণ হোক চান নি তিনি। অধিনায়ক স্টোকস (Ben Stokes), উইকেটরক্ষক জনি বেয়ারেস্টোর (Jonny Bairstow) গলায় শোনা গিয়েছে একই সুর।।
অ্যাসেজ (Ashes 2023) জয়ের সম্ভাবনা না থাকলেও ওভালে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে। সেই সুযোগ হাতছাড়া করতে রাজী নন ক্রিস ওকস, বেন ডাকেটরা। গত দুই টেস্টের পারফর্ম্যান্স আত্মবিশ্বাস যুগিয়েছে তাদের। এই ওভালেই ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছিলো অজিরা। সেখানেই তাদের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে পাওয়া গেলো ইংল্যান্ড শিবিরে। সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) সাথে খুনসুটি করতে দেখা গেলো সতীর্থ মার্ক উডকে (Mark Wood)।
Read More: WI vs IND: সঞ্জু নাকি সূর্যকুমার ? উইন্ডিজের বিরুদ্ধে দল সাজানোর ক্ষেত্রে ভারতের ভাবনায় যে ৩ বিষয় !!
স্টোকসের সাংবাদিক সম্মেলন হাইজ্যাক উডের-

ওভালের পঞ্চম টেস্টের আগে প্রথমাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি। তখনও শুরু হয় নি প্রশ্নোত্তর পর্ব। ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের উদ্দেশ্যে নির্দেশাবলী শোনাচ্ছিলেন। তখনই মিউজিক সিস্টেমে বাজতে শোনা গেলো Aqua’র গাওয়া ‘Barbie Girl’ গানটি। সম্প্রতি মার্গো রবি (Margot Robbie), রায়ান গসলিং (Ryan Gosling) অভিনীত গ্রেটা গারউইগের (Greta Garwig) Barbie চলচ্চিত্রটির মুক্তির পর আলোচনায় রয়েছে গান’টি। ইংল্যান্ড দলে স্টোকসের সতীর্থ মার্ক উড (Mark Wood) অধিনায়কের সাংবাদিক সম্মেলনে গানটি বাজিয়ে তাঁর সাথে মষ্করা করেন। উডের কাণ্ডে হেসে ফেলেন স্টোকস (Ben Stokes)। হেসে ওঠেন প্রেস কনফারেন্স কক্ষে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
ম্যাঞ্চেস্টারে জয় হাতছাড়া হওয়া যে মেনে নিতে পারছেন না তিনি এবং তাঁর দল, তা ফের একবার বুধবারের সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন স্টোকস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আপনার খেয়াল করলেন দেখতেন যখন একে অপরের সাথে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা, কারও মধ্যে কোনো অনুভূতি কাজ করছিলো না। অস্ট্রেলিয়া অ্যাসেজ জিতেছিলো, আমরা অ্যাসেজ পুনরুদ্ধার করতে পারি নি। দুই দলের পেশাদার ক্রিকেটাররাই আদপে মাঠে নেমে খেলতে চায়। সেটাই আমাদের কাজ। কিন্তু সেদিন সবটাই আবেগশূন্য ছিলো।” তবে সেই শূন্যতা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি এবং তাঁর সতীর্থেরা। সাংবাদিক সম্মেলনে জানান স্টোকস (Ben Stokes)। সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহড্ডি অ্যাসেজ (Ashes 2023) সিরিজের শেষটা জয় দিয়ে করতে চাওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।
দেখে নিন ভিডিও-
Mark Wood disturbs Ben Stokes with 'Barbie Girl' song. 😂
One of the best characters of the game, Wood! pic.twitter.com/uZ7APv1Ylg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 26, 2023