এশিয়া কাপের জন্য ঘোষিত হলো ভারতীয় দল, অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন এই খেলোয়াড় !! 1

ক্রিকেটের এশিয়া কাপ ঘিরে দীর্ঘদিন ধরে চলছে টালবাহানা। পাকিস্তানের মাঠে খেলতে যাবে না ভারত। সাফ জানিয়ে দিয়েছেন ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর সচিব জয় শাহ। পাকিস্তান নয়, বরং অন্য কোনো দেশে আয়োজন করা হোক এশিয়া কাপ, দাবী জানিয়ে আসছে ভারত। নিজেদের অবস্থান থেকে সরতে রাজী নয় পাকিস্তানও। এশিয়া কাপ নিজেদের দেশেই আয়োজন করতে চায় তারা। ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ এশিয়া কাপকে ঘিরে বাইশ গজ ছাড়িয়ে এসে পড়েছে কূটনীতির টেবিলেও। ক্রিকেটে কোনো সমাধানসূত্র পাওয়া না গেলেও হকিতে মেয়েদের জুনিয়র এশিয়া কাপ নিয়ে কোনো জটিলতা নেই। জাপানের কাকামিগাহারাতে আয়োজিত হওয়ার কথা এই প্রতিযোগিতা। অংশ নিতে মুখিয়ে রয়েছেন ভারতের তরুণীরা।

আগামী ২ জুন থেকে জাপানের কাকামিগাহারাতে বসতে চলেছেন মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপের আসর। ভারত রয়েছে প্রতিযোগিতার পুল-এ’তে। টুর্নামেন্টে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে কোরিয়া, মালয়েশিয়া, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। তারাও রয়েছে পুল-এ’তে। আয়োজক দেশ জাপান রয়েছে পুল-বি’তে। সেখানে তাদের সঙ্গে থাকছে চীন, কাজাখস্তান, হংকং এবং ইন্দোনেশিয়া। ভারতীয় দলের জন্য এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জুনিয়র এশিয়া কাপের সেরা তিন দল চলতি বছরের জুনিয়র হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারবে। ২০২০ টোকিও অলিম্পিকে চতুর্থ হয়েছিলো ভারতের মেয়েদের দল। আসন্ন জুনিয়র এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপে সাফল্যের সিঁড়ি বেয়ে আরও কয়েক ধাপ সামনের দিকে এগোতে চায় ভারতের মেয়েরা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দল বেছে নিয়েছে হকি ইন্ডিয়া-

Indian Junior women's hockey team | এশিয়া কাপ | image: Twitter
Hockey India have announced the Indian squad for the upcoming Junior Women’s Asia Cup 2023

জুনিয়র এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল বেছে নিয়েছে ভারতীয় হকির নিয়ামক সংস্থা হকি ইন্ডিয়া। অধিনায়ক বেছে নেওয়া হয়েছে হরিয়ানার প্রীতিকে। কুড়ি বছর বয়সী প্রীতি খেলেন ডিফেন্ডার পজিশনে। এর আগে ২০২১ সালে জুনিয়র বিশ্বকাপে চতুর্থ হওয়া ভারতীয় দলেরও তিনি সদস্যা ছিলেন। বছর উনিশের ফরোয়ার্ড দীপিকার কাঁধে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। গোলকিপার হিসেবে দলে থাকছেন মাধুরী কিন্ডো এবং অদিতি মাহেশ্বরী। ডিফেন্সে অধিনায়ক প্রীতির সাথে থাকছেন মহিমা টেটে, নীলম, রোপনি কুমারী, এবং অঞ্জলি বরওয়া। মিডফিল্ডে থাকবেন ঋতজা দাদাসো পিসাল, মঞ্জু চৌরাসিয়া, জ্যোতি ছেত্রী, বৈষ্ণবী বিঠল ফালকে, সুজাতা কুজুর এবং মানশ্রী নরেন্দ্র শেরগে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

গোল করার দায়িত্ব কাঁধে নিয়ে ফরোয়ার্ড লাইন সামলাবেন সহ-অধিনায়ক দীপিকা, দীপিকা সোরেং। ফরোয়ার্ডে অভিজ্ঞ মুমতাজ খানের সাথে থাকছেন অনু এবং সুনেলিতা টোপোর মত দুই তরুণ প্রতিভাও।

 আশাবাদী ভারতের কোচ ইয়ানেক শোপম্যান-

Janneke Schopman | এশিয়া কাপ | image: twitter
Coach Janneke Schopman is hopeful about India’s chances in Junior Women’s Asia Cup 2023

প্রতিযোগিতায় ভারতের পারফর্ম্যান্স নিয়ে আশাবাদী কোচ ইয়ানেক শোপম্যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “জুনিয়র এশিয়া কাপের জন্য ভারত থেকে ১৮ জন’কে বেছে নেওয়ার কাজটা সহজ ছিলো না। প্রতিভার দিক থেকে কেউ কারও থেকে পিছিয়ে নয়। তবে আমি মনে করি আমরা শক্তিশালী একটা দল গঠন করতে পেরেছি। ভারতের প্রচুর প্রতিভা রয়েছে এবং এটা খুবই ভালো ব্যাপার যে তাঁরা নিজেদের প্রতিভাকে মেলে ধরার একটা মঞ্চ পাচ্ছে। জুনিয়র বিশ্বকাপের যোগ্যতা অর্জনের চ্যালেঞ্জ রয়েছে, আমরা জানি আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে। তা সত্ত্বেও আমি দেখতে মুখিয়ে রয়েছি যে এই দলটা কতদূর যেতে পারে।”

ভারতের প্রথম ম্যাচ ৩ জুন-

প্রতিযোগিতা জুন মাসের দুই তারিখ শুরু হলেও ভারতের প্রথম ম্যাচ ৩ তারিখ। প্রথম ম্যাচে ভারতের মেয়েদের প্রতিপক্ষ উজবেকিস্তান। দ্বিতীয় ম্যাচে ৫ জুন মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এর পর ৬ তারিখ কোরিয়ার বিরুদ্ধে পুল-এ তৃতীয় ম্যাচ খেলবে তারা। চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে চলেছে চাইনিজ তাইপে। ১০ জুন রয়েছে সেমিফাইনাল এবং দুই সেমিফাইনালে বিজয়ী দুই দল ট্রফির লক্ষ্যে ১১ জুন মুখোমুখি হবে একে অপরের।

২০২৩ জুনিয়র এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল-

গোলকিপার- মাধুরী কিন্ডো, অদিতি মাহেশ্বরী

ডিফেন্ডার- মহিমা টেটে, প্রীতি (অধিনায়ক), নীলম, রোপনি কুমারী, অঞ্জলি বরওয়া

মিডফিল্ডার- ঋতজা দাদাসো পিসাল, মঞ্জু চৌরাসিয়া, জ্যোতি ছেত্রী, বৈষ্ণবী বিঠল ফালকে, সুজাতা কুজুর , মানশ্রী নরেন্দ্র শেরগে।

ফরোয়ার্ড- মুমতাজ খান, দীপিকা (সহ-অধিনায়ক), দীপিকা সোরেং, অনু, সুনেলিতা টোপো

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *