wi-vs-ind3rd-t20i-dream-11-prediction

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ব্যর্থতার চিত্রটা বদলালো না রবিবারও। সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হেরে পিছিয়ে পড়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। আর রবিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ফের একবার জয় ছিনিয়ে নিয়ে ২-০ ফলে এগিয়ে গেলো ক্যারিবিয়ানরা। ২০১১ সালের পর ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে এই প্রথম টানা দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরাজিত হলো ভারতীয় দল। সিরিজ শুরুর সময় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) জানিয়েছিলেন ২০২৪ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন মুখ দের পরখ করে নিতে চান তিনি। প্রথম দুই ম্যাচে সেই পরীক্ষানিরীক্ষার ফলাফল বিশেষ সুখকর হয় নি তাদের জন্য। পাঁচ ম্যাচের সিরিজে এরপরের প্রতিটি খেলাই এখন ‘ডু অর ডাই’ টিম ইন্ডিয়ার জন্য।

গতকাল গায়ানায় টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারতীয় দল। স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চেপে ধরাই ছিলো লক্ষ্য। কিন্তু সেই আশা আর পূরণ হয় নি দলের। শুরুতেই শুভমান গিল (Shubman Gill) এবং সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ফিরে যাওয়ায় চাপে পড়ে টিম ইন্ডিয়া। বেশীক্ষণ ভরসা দিতে পারেন নি ঈশান কিষণও (Ishan Kishan)। সঞ্জু স্যামসনের (Sanju Samson) ব্যর্থতাও চলছে লাগাতার। রুখে দাঁড়ানোর প্রয়াস করেন তিলক বর্মা। করেন ৫১ রান। শেষের দিকে অধিনায়ক হার্দিকের ১৮ বলে ২৪ রান ভারতকে পৌঁছে দেয় ১৫২ রানে।

বল হাতে প্রথম ওভারে দুই উইকেট তুলে দলকে ম্যাচে ফেরান অধিনায়কই। কিন্তু নিকোলাস পুরানের (Nicholas Pooan) ৪০ বলে ৬৭ রানের ইনিংসের সুবাদে ব্যাকফুটে যেতেই হয় ভারতকে। এরপর চাহালের ওভারে তিন উইকেট নিয়ে আচমকাই জয়ের দোরগোড়ায় পৌঁছেও চাপ ধরে রাখতে পারে নি তারা। হারে ২ উইকেটে। ভারত অধিনায়ক হিসেবে টানা চারটি টি-২০ সিরিজ জিতেছেন হার্দিক (Hardik Pandya)। প্রথম সিরিজ হারের স্বাদ না চাখতে চাইলে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) তৃতীয় টি-২০তে স্ট্র্যাটেজি বদলাতেই হবে তাঁকে।

Read More: World Cup 2023: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ভারতের মাটিতে ষষ্ঠ খেতাব জয় লক্ষ্য কামিন্সের দলের !!

WI vs IND ম্যাচের সময়সূচি

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত তৃতীয় টি-২০ ম্যাচ

ভেন্যু প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

তারিখ ০৮/০৮/২০২৩

সময় সন্ধ্যে ৮টা (ভারতীয় সময়)

Providence Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Providence Stadium, Guyana | WI vs IND | Image: Getty Images
Providence Stadium, Guyana | Image: Getty Images

গায়ানার জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ২০০৬ সালে স্থাপিত এই মাঠে ইনিংসের গোড়ার দিকে সুবিধা পেয়ে থাকেন ফাস্ট বোলাররা। যত সময় গড়ায় উইকেট তত মন্থর হয়ে পড়ে। ফলে কার্যকরী হন স্পিনাররা। প্রভিডেন্স স্টেডিয়ামে এখনও অবধি ১২টি আন্তর্জাতিক টি-২০ খেলা হয়েছে। এর মধ্যে ৩ বার জয় এসেছে প্রথমে ব্যাট করে। ৬টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এবং অমীমাংসিত থেকে গিয়েছে আরও ৩টি ম্যাচ। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ১বার হারানোর কৃতিত্ব রয়েছে ভারতের।

প্রভিডেন্স স্টেডিয়ামে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। উইন্ডিজের বিপক্ষে ২০১০ সালে ১৯১ রান তুলেছিলো তারা। সর্বনিম্ন রান অবশ্য আয়ারল্যান্ডের। ২০১০ সালে উইন্ডিজের বিপক্ষেই মাত্র ৬৮ রানে অল-আউট হয়ে গিয়েছিলো তারা। এখানে প্রথম ইনিংসের গড় রান ১২৩-এর আশেপাশে। রবিবারের ম্যাচেও ১৫০-এর ঘরে রান উঠেছিলো। গায়ানায় আরও একটি লো স্কোরিং ম্যাচ দেখা যেতে পারে সিরিজের তৃতীয় টি-২০তে। সব স্তরের টি-২০ মিলিয়ে জর্জটাউনে ম্যাচের সংখ্যা ৫৫। এর মধ্যে প্রথমে ব্যাট করে জয় ২১ ম্যাচে। আর রান তাড়া করে জয় ২৯ ম্যাচে। ১টি টাই এবং ৪টি অমীমাংসিত ম্যাচ দেখা গিয়েছে। পরিসংখ্যান বিচার করে এই মাঠে টসে জিতে বোলিং করা সঠিক সিদ্ধান্ত হতে পারে।

Guyana Weather (আবহাওয়ার পূর্বাভাস)-

Guyana Weather | WI vs IND | Image: Twitter
Guyana Weather | WI vs IND | Image: Twitter

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND)  সিরিজে বারবার থাবা বসিয়েছে বৃষ্টি। এর আগে দ্বিতীয় টেস্ট এবং দ্বিতীয় একদিনের ম্যাচে আবহাওয়ার রক্তচক্ষুর মুখে পড়তে হয়েছে ক্রিকেটকে। কিন্তু টি-২০ সিরিজে এখনও অবধি আবহাওয়া অনুকূলই ছিলো। মঙ্গলবার তৃতীয় টি-২০’র দিন অবশ্য আবহাওয়া পাশে নাও থাকতে পারে। রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। যার ফলে ব্যাহত হতে পারে ম্যাচ। আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বর্ষণের সম্ভাবনা ৪০ শতাংশ হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ হওয়ার সম্ভাবনা। যা অস্বস্তিতে ফেলবে ক্রিকেটারদের। ম্যাচের সময় ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।

দুই দলের সম্ভাব্য একাদশ-

WI vs IND | Image: Getty Images
WI vs IND | Image: Getty Images

ভারত-

যশস্বী জয়সওয়াল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আর্শদীপ সিং।

ওয়েস্ট ইন্ডিজ-

ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রোমারিও শেপার্ড, ওবেদ ম্যাকয়, আলঝারি জোসেফ, আকেল হোসেন।

WI vs IND, Dream 11 ভবিষ্যদ্বাণী, ফ্যান্টাসি টিপস-

ব্যাটার- তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার

উইকেটরক্ষক- নিকোলাস পুরান

অলরাউন্ডার- জেসন হোল্ডার, হার্দিক পান্ডিয়া

বোলার- যুজবেন্দ্র চাহাল, আকেল হোসেন, ওবেদ ম্যাকয়, আলঝারি জোসেফ

অধিনায়ক- নিকোলাস পুরান

সহ-অধিনায়ক- আকেল হোসেন

বিধিসম্মত সতর্কীকরণ-

তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষন করে দল চয়ন করা হয়ে থাকলেও এই মতামত লেখকের ব্যক্তিগত।আপনার দল নির্বাচন করার সময়, উল্লেখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।

Also Read: Asia Cup 2023: এশিয়া কাপে সময় বড় হেরফের, এই নতুন টাইম দেখা যাবে ট্রফি জয়ের লড়াই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *