wi-vs-ind-2nd-test-day-3-report

WI vs IND: ত্রিনিদাদের মাঠে প্রথমদিন ব্যাট হাতে কর্তৃত্ব করেছিলেন ভারতের ব্যাটাররা। যশস্বী জয়সওয়ালের ৫৭, রোহিত শর্মার ৮০ রানের ইনিংস দিয়ে সূচনাটা ভালো হয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India)। মাঝে টানা চার উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ওয়েস্ট ইন্ডিজ চাপে ফেললেও বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছিলো ‘মেন ইন ব্লু।’

দ্বিতীয় দিনে কোহলির ১২১, জাদেজার ৬১ এবং অশ্বিনের ৫৬ রানের সুবাদে ভারত শুরুতে অনেকটা এগিয়ে গেলেও দিনের শেষ সেশনে ব্যাট হাতে ভালোই মোকাবিলা করেছিলো স্বাগতিক দেশ। জমাট দেখিয়েছিলো ক্রেগ ব্রেথওয়েট (Kraigg Braithwaite) এবং তেজনারায়ণ চন্দ্রপলকে। দিন শেষের কিছুক্ষণ আগে জাদেজার বলে তেজনারায়ণ ফিরলেও ক্রিজে ছিলেন অধিনায়ক ব্রেথওয়েট এবং নবাগত ম্যাকেঞ্জি (Kirk McKenzie)। ৪১ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে লড়াইতে ফেরার ইঙ্গিত দিয়েছিলো উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত শততম টেস্টের তৃতীয় দিন কিন্তু দখলে রাখলো বৃষ্টি। ম্যাচের আগেও আবহাওয়া দপ্তর জানিয়েছিলো টেস্টের পাঁচ দিনই আকাশ ভেঙে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ত্রিনিদাদে। প্রথম দুদিন আবহাওয়ার চোখরাঙানি দেখতে তেমন না হলেও তৃতীয় পুরোদস্তুর বৃষ্টির রোষে ক্রিকেট। বারবার ভারী বর্ষণে স্থগিত থাকলো খেলা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একপেশে দাপট দেখাতে পারে নি কোনো পক্ষই। বল হাতে উইকেট তুলতে বেশ খাটনি করতে হয়েছে মহম্মদ সিরাজ (Mohammed Siraj), মুকেশ কুমার (Mukesh Kumar), রবিচন্দ্রণ অশ্বিনদের (Ravichandran Ashwin)। অন্যদিকে ব্যাট হাতেও রক্ষণাত্মক স্ট্র্যাটেজি থেকে সরে আসার বিশেষ চেষ্টা করেন নি উইন্ডিজ ব্যাটাররা। রানের নিরিখে ভারত এখনও এগিয়ে থাকলেও জয় এখনও বহু দূরে।

Read More: এল-ক্লাসিকোর উত্তাপ এশিয়া কাপে, দশ বছর পর খেতাবী যুদ্ধে মুখোমুখি ভারত এবং পাকিস্তান !!

লড়লেন ব্রেথওয়েট, উইকেট তুলতে বেগ পেলো ভারত-

Kriagg Braithwaite | WI vs IND | Image: Getty Images
Kriagg Braithwaite | WI vs IND | Image: Getty Images

গতকাল আউট হয়েছিলেন তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। স্কোরবোর্ডে ৮৬/১ নিয়ে দিনটা শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে অধিনায়ক ব্রেথওয়েটের সঙ্গে ছিলেন নবাগত কার্ক ম্যাকেঞ্জি। সিরিজ শুরুর আগেই এই তরুণ ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছিলো উইন্ডিজ দলের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনসের মুখে। সেই প্রতিভার কিছু ঝলক অবশ্যই আজ দেখা গেলো তাঁর ব্যাটে। ৫৬ বলে ৩২ রান করে মুকেশ কুমারের (Mukesh Kumar) শিকার হলেন তিনি। উইন্ডিজ দলের নবাগত ব্যাটারকে সাজঘরে পাঠালেন ভারতের নবাগত পেসার। ম্যাকেঞ্জিকে (Kirk McKenzie) দিয়েই টেস্টে উইকেটের খাতা খুললেন বাংলার মুকেশ। দুর্ভাগ্যবশত ১১৭ রানের মাথায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেট পড়ার পরেই বৃষ্টির জন্য স্থগিত হয় ম্যাচ। আগেই মধ্যাহ্নভোজের বিরতি নিতে হয় ক্রিকেটারদের।

অপর প্রান্তে উইকেট গেলেও একাগ্রতা বজায় রেখে ব্যাটিং করে যাচ্ছিলেন অধিনায়ক ব্রেথওয়েট (Kriagg Braithwaite)। তাঁকে ফেরালেন রবিচন্দ্রণ অশ্বিন। গত ম্যাচে ১২ উইকেট পাওয়ার পর ত্রিনিদাদে বেশ ফিকে লেগেছে অশ্বিনকে। কিন্তু ‘সেট’ ব্যাটার ব্রেথওয়েটকে সিরিজে তৃতীয়বার আউট করে ভারতকে এগিয়ে দেন তিনিই। ২৩৫ বলের মোকাবিলা করে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। উইন্ডিজ ইনিংসকে দিশা দেখান তাদের অধিনায়কই। সহ-অধিনায়ক জার্মেইন ব্ল্যাকউড (Jermaine Blackwood) ২০ রান করে আউট হন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বলে। আরও একবার তাসের ঘরের মত যখন উইন্ডিজ দল ভেঙে পড়বে বলে আশঙ্কা করছিলেন সমর্থকেরা, তখন প্রাচীর হয়ে দাঁড়ান অ্যালিক অ্যাথানাজে (Alick Athanaze)।

অ্যাথানাজের ব্যাটেই লেখা উইন্ডিজের ভাগ্য-

Alick Athanaze | WI vs IND | Image: Getty Images
Alick Athanaze | WI vs IND | Image: Getty Images

উইকেটরক্ষক-ব্যাটার জোশুয়া ডি সিলভার (Joshua De Silva) সাথে জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইতে টিকিয়ে রাখলেন অ্যালিক অ্যাথানাজে (Alick Athanaze)। এই বাম হাতি ব্যাটারের অভিষেক হয়েছে ডোমিনিকায় গত ম্যাচে। কঠিন পিচে দুই ইনিংসেই দলের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে করেন ৪৭ এবং দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২৮। বাকিদের হারাকিরির মাঝেও লড়ার চেষ্টা ছিলো তাঁর মধ্যে। সেই হার না মানা মনোভাব আজও দেখালেন তরুণ ব্যাটার। ভারতীয় বোলারদের যাবতীয় আক্রমণ সামলে উইন্ডিজ মিডল অর্ডারকে ভরসা দেওয়ার চেষ্টা করে গেলেন তিনি। ডি সিলভা ২৬ বলে ১০ রান করে সিরাজের (Moahmmed Siraj) শিকার হওয়ার পরে দ্বিতীয়বার ম্যাচ বন্ধ হয় বৃষ্টির জন্য। বারবার স্যুইচ অন-স্যুইচ অফ করতে হলেও চাপে পড়েন নি অ্যাথানাজে।

তৃতীয় দিনের শেষে ১১১ বল খেলে ৩৭ রান করে অপরাজিত রয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে নিজের দক্ষতার চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন অ্যালিক। সাথে রয়েছেন অভিজ্ঞ জেসন হোল্ডার (Jason Holder)। দীর্ঘতম ফর্ম্যাটে দ্বিশতরান অবধি আছে প্রাক্তন ক্যারিবিয়ান ক্যাপ্টেনের। তাঁর থেকে দায়িত্বশীল ইনিংসের অপেক্ষার ‘মেন ইন মেরুন।’ স্কোর আপাতত ২২৯ রানের বিনিময়ে ৫ উইকেট। এখনও ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ২১৩ রানে। চতুর্থ দিনেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে সিরিজ ১-১ করা এই মুহূর্তে হয়ত সম্ভবপর দেখাচ্ছে না উইন্ডিজের জন্য। কিন্তু ব্যাট হাতে প্রতিরোধ আগামীকালও জারি রাখতে পারলে ড্রয়ের সান্ত্বনা পুরষ্কার সঙ্গী করে টেস্ট সিরিজ শেষ করতে পারবে ব্রেথওয়েটের দল।

Also Read: রোহিত শর্মা দেখালেন নিজের রূপ, হঠাৎ করে এই খেলোয়াড়ের জন্য বন্ধ করলেন টিম ইন্ডিয়ার হাওয়া-পানি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *