আরও কোণঠাসা পাকিস্তান, বিসিসিআই-এর পর PCB'র প্রস্তাব ফেরালো ওয়েস্ট ইন্ডিজও !! 1

পহলগামে সন্ত্রাসবাদী হামলার পর ক্রিকেটের বাইশ গজে পাকিস্তানকে কার্যত ‘বয়কট’-এর পথে হেঁটেছে বিসিসিআই। ২০১৩-র পর এমনিতেই দ্বিপাক্ষিক সিরিজ (IND vs PAK) বন্ধ দুই দেশের মধ্যে। এতদিন বহুদলীয় প্রতিযোগিতাগুলিতে মুখোমুখি হত উপমহাদেশের দুই হেভিওয়েট। আপাতত সেই দ্বৈরথও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। আগামী সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ (Asia Cup)। টুর্নামেন্টে ভারত অংশ নেবে না বলেই ধারণা বিশেষজ্ঞমহলের। আগামী ২৪ ও ২৫ তারিখ ঢাকায় এশিয়া কাপ সংক্রান্ত বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি। কিন্তু ভেন্যু বদল না হলে সেই বৈঠকেই অংশগ্রহণ না করার হুমকি দিয়েছে বিসিসিআই। তারা ইতিমধ্যে পাশে পেয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাও। এই মুহূর্তে এসিসি’র শীর্ষপদে রয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। ত্রিমুখী আক্রমণ সামলাতে রীতিমত হিমশিম তিনি।

Read More: গিল অন্য মেয়ের সঙ্গে কথা বলায় রেগে আগুন সারা, নতুন ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া !!

পাক প্রস্তাবে ‘না’ ওয়েস্ট ইন্ডিজের-

WI vs PAK | পাকিস্তান | Image: Getty Images
WI vs PAK | পাকিস্তান | Image: Getty Images

পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক যে আপাতত স্থগিত থাকবে তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় দল (Team India)। শ্রীলঙ্কা, আফগানিস্তানের মত দেশ’ও সখ্যতার হাত বাড়িয়ে দেয় নি তাদের দিকে। এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ামক সংস্থাও ফেরালো ‘পিসিবি’র প্রস্তাব। আগামী মাসে ক্যারিবিয়ান সফর রয়েছে শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম, সলমন আলি আঘা’দের। ১, ৩ ও ৪ অগস্ট তিনটি ফ্লোরিডায় টি-২০ ও ৮, ১০ ও ১২ অগস্ট ত্রিনিদাদে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলার কথা রয়েছে তাঁদের। পাক ক্রিকেট বোর্ডের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিলো ওয়ান ডে সিরিজটি (WI vs PAK) বাতিল করে টি-২০’র সংখ্যা বাড়িয়ে পাঁচ বা ছয় করার জন্য। কিন্তু সেই প্রস্তাব সটান নাকচ করে দিয়েছেন ক্যারিবিয়ান সংস্থার কর্তারা। পূর্বনির্ধারিত সূচি থেকে সরবে না তাঁরা, স্পষ্ট করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

পিসিবি’র অন্দরের এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন যে পাক ক্রিকেট বোর্ডের সিইও সুমের আহমেদ সিঙ্গাপুরে আইসিসি’র বৈঠক চলাকালীন ওয়ান ডে সিরিজ (WI vs PAK) বাতিল করে টি-২০ ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। ইতিবাচক সাড়া পান নি তিনি। টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফলে তাঁদের পক্ষে যে পিছিয়ে আসা সম্ভব নয় তা সোজাসুজি জানিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা। এরপরেও পিসিবি (PCB) ক্যারিবিয়ান সফরে যেতে চায় কিনা তা ঠিক করার দায়িত্ব মহসীন নকভিদের কাঁধেই চাপিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট নিয়ামক সংস্থা। এই মুহূর্তে বাংলাদেশ সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। মীরপুরের মাঠে রয়েছে তিনটি টি-২০। সেই সিরিজ চলাকালীনই সম্ভবত পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে পিসিবি’কে।

পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন না ভাজ্জি-ইরফানরা-

Indian Legends Refused to Play Against Pak Legends | Image: Getty Images
Indian Legends Refused to Play Against Pak Legends | Image: Getty Images

পাকিস্তানী ক্রিকেটারদের বিরুদ্ধে মাঠে নামতে রাজী নন ভারতীয় কিংবদন্তিরাও। আজ এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL 2025) টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা ছিলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স। গত বছর পাক প্রাক্তনীদের হারিয়েই ট্রফি জিতেছিলেন যুবরাজ সিং, হরভজন সিং-রা। কিন্তু পহলগাম হামলার পর শাহীদ আফ্রিদি, কামরান আকমলদের সাথে কোনো রকম ক্রিকেটীয় সম্পর্ক রাখতেই রাজী নন ভারতীয় তারকারা। গতকালই সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন হরভজন সিং (Harbhajan Singh), শিখর ধাওয়ান’রা। পাক ম্যাচ বয়কটের কথা জানিয়ে দেন ইউসুফ পাঠান, ইরফান পাঠান, সুরেশ রায়নারাও। পরিস্থিতির দিকে তাকিয়ে ম্যাচ বাতিল বলে ঘোষণা করেছেন উদ্যোক্তারা।

Also Read: চতুর্থ টেস্টের আগে বড়ো চমক গম্ভীরের, দলে জায়গা পেলেন এই তরুণ তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *