IND vs WI: টস জিতল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিততে দলে এই ম্যাচ উইনারকে সামিল করলো টিম ইন্ডিয়া !! 1

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার এই দুই দল মুখোমুখি হবে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের মাঠে। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নেমেও প্রথম ওয়ানডে ম্যাচটি ৩ রানে জিতে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে। তবে এটা মানতেই হবে যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা সেই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। তবে দুর্দান্ত বোলিং করে শেষ ওভারে ভারতকে জেতান মহম্মদ সিরাজ। তবে ঘরের মাঠে ভারতকে ছেড়ে দেওয়ার পাত্র নয় নিকোলাস পুরানের দল। কারণ তারা প্রথম ম্যাচে যে লড়াই দেখিয়েছে, ভারতের কাজটা খুব একটা সহজ হবে না। ওয়েস্ট ইন্ডিজ ৩০০-র উপর রান তাড়া করতে নেমে শেষ বল অবধি লড়াই জারি রাখে। সব মিলিয়ে একটি মারকাটারি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ফ্যানরা।

IND vs WI, 2nd ODI Match, Pitch Report (পিচ রিপোর্ট)

IND vs WI: টস জিতল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিততে দলে এই ম্যাচ উইনারকে সামিল করলো টিম ইন্ডিয়া !! 2

কুইন্স পার্ক ওভালের পিচ শেষ কয়েকটি ম্যাচে একইরকমের সাহায্য পেয়েছেন ব্যাটসম্যান ও বোলাররা। পেস এবং স্পিন, দুই ধরণের বোলাররাই কার্যকরী প্রমাণীত হতে পারেন। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। স্পিনাররা ম্যাচের মাঝামাঝি পিচ থেকে টার্ন আদায় করে নিতে পারে। এই উইকেটে যা চরিত্র তাতে প্রথমে  ব্যাট করে বড় রান তুলে জেতা বেশি সহজ কাজ। ফলে এই পিচে যেই দলই টস জিতবে সেই দলের অধিনায়কের চাইবে ব্যাটিং করতে।

IND vs WI, 2nd ODI Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের ম্যাচের সময়ে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৭৭ শতাংশ। ১৩ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চলবে খেলার সময়। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI XI)

Team India

ভারত প্রথম একাদশ (IND XI)

শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

ওয়েস্ট ইন্ডিজ প্রথম একাদশ (WI XI)

শাই হোপ (উইকে), ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, কাইল মায়ার্স, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আকেল হোসেইন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, জেডেন সিলস

টস রিপোর্ট – (India vs West Indies Toss Report)

টস জিতে প্রথমে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ।

Leave a comment

Your email address will not be published.