দেখুন : দুরন্ত ডেলিভারিতে শুভমন গিলকে আউট করে ইংল্যান্ডকে জয়ের সরণীতে আনলেন জেমস অ্যান্ডারসন 1

৪২০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে গিয়ে কার্যত ল্যাজেগোবরে অবস্থা হয়ে গিয়েছে ভারতীয় দলের। দীর্ঘদিন পর ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসে লজ্জার হারের সম্মুখীন হতে হচ্ছে টীম ইন্ডিয়াকে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৩৭ রানে অল আউট করে দেয় ভারতকে, আর এবার যা পরিস্থিতি, তাতে ২০০ রানও করতে পারবে কিনা টিম ইন্ডিয়া, সন্দেহ রয়েছে।

Image

গতকাল রোহিত শর্মার আউট হওয়ার পর পঞ্চম দিন ব্যাট করতে নামেন তরুণ ওপেনার শুভমন গিল এবং ভারতীয় ব্যাটিংয়ের নয়া দেওয়াল চেতেশ্বর পুজারা। কিন্তু ইংল্যান্ডের হয়ে যাবতীয় দায়িত্ব সামলাতে হাজির হয়েছিলেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। দুর্দান্ত অর্ধশতরান করে ভারতকে ম্যাচ বাঁচানোর দিকে যখন নিয়ে যাচ্ছিলেন গিল, তখন একটি অসাধারণ ডেলিভারিতে তরুণ এই ব্যাটসম্যানকে বিদায় জানান অ্যান্ডারসন।

Image

চতুর্থ ইনিংসের ২৬ নম্বর ওভারে বল করছিলেন জেমস অ্যান্ডারসন। আর সেই ওভারের দ্বিতীয় বলে দুরন্ত ইনসুইং ডেলিভারিতে গিলকে আউট করেন অ্যান্ডারসন। অফ স্টাম্পের একটু বাইরে ফুল লেংথ ডেলিভারি দিয়েছিলেন অ্যান্ডারসন। সেই বলটিকে ফ্রন্ট ফুটে ডিফেন্ড করতে যান গিল, কিন্তু ব্যাট ও প্যাডের মাঝখানে গ্যাপ চলে আসায় বল ইনসুইং হয়ে ঢুকে যায় সেই গ্যাপে। আর তাতে স্টাম্প ছিটকে যায়। এর ফলে ৮৩ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান শুভমন গিল।

এই রিপোর্ট লেখার সময় লাঞ্চ বিরতি চলছে। ৩৯ ওভার ব্যাট করে ভারতের স্কোর ১৪৪/৬। ব্যাট করছিলেন বিরাট কোহলি ৪৫ (৫১) এবং রবিচন্দ্রন অশ্বিন ২ (১৬)। এখনও ৬৪ ওভার ব্যাট করতে হবে ভারতকে, প্রয়োজন আর ২৭৬ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *