এবারের আইপিএল নিলামে বেশ কিছু চমক দেখা গিয়েছে। একাধিক খেলোয়াড় বিক্রিত হয়েছেন প্রত্যাশার থেকে অনেক বেশি দামে, এদিকে একাধিক তারকা খেলোয়াড় অবিক্রিতই থেকে গেলেন। অনেকেই ভেবেছিলেন, অবিক্রিতদের তালিকায় আবারও নিজের নাম লেখাবেন তারকা ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।
কিন্তু গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে এই টেস্ট স্পেশালিষ্টকে কিনে নিল তিনবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। আর তার পর বাকি সাতটি ফ্র্যাঞ্চাইজি এবং আয়োজকদের তরফ থেকে এমন রিয়্যাকশন পেলেন চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিরা, এমনটা কেউই ভাবতে পারেনি।
A round of applause 👏🏻 at the @Vivo_India #IPLAuction as @cheteshwar1 is SOLD to @ChennaiIPL. pic.twitter.com/EmdHxdqdTJ
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
অন্যান্য বছরের মত এই বছরেও চেতেশ্বর পুজারার বেস মূল্য ছিল ৫০ লক্ষ টাকা। আর সেই বেস প্রাইজেই পুজারাকে বিড করেছিল চেন্নাই। বাকি আর কেউ বিড না করায় ৫০ লক্ষ টাকাতেই পুজারাকে পেল চেন্নাই। আর তারপর বাকি সাত ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা এবং আয়োজক কর্তারা সকলে হাততালি দিয়ে স্বাগত জানান চেন্নাইয়ের এই বিডকে।