ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের শুরুতে খুব বেশি সময় বাকি নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মধ্যে ম্যাচ দিয়ে আগামী ৯ এপ্রিল টুর্নামেন্টটি শুরু হতে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই ১৪তম আসরের প্রস্তুতি শুরু করেছে। অর্জুন তেন্ডুলকার, ইশান কিশান, ক্রিস লিন, পীযূষ চাওলা সহ অনেক ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের প্রশিক্ষণ শিবিরে পৌঁছেছেন। অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অংশ হিসেবে রয়েছে।
Day 1️⃣ at the RCP – ✅
Paltan, excited to see our boys back on the field? 💙#OneFamily #MumbaiIndians #IPL2021 pic.twitter.com/eQEPzpaO6X
— Mumbai Indians (@mipaltan) March 26, 2021
ওয়ানডে সিরিজের পরে তারা সকলেই মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেবেন। এই খেলোয়াড়দের কোয়ারেন্টিন করতে হবে না কারণ সকলেই টিম ইন্ডিয়ার জৈব বলয় থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জৈব বলয়ে সরাসরি প্রবেশ করবে। এবার কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন টেন্ডুলকারের আইপিএল অভিষেক হবে? সবার নজর সেদিকে থাকবে। এবার অর্জুনকে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছেন ২০ লাখ টাকার বেস দামে। অর্জুনকে নেটে মারাত্মকভাবে বোলিং করতে দেখা গিয়েছে এবং দেখে মনে হচ্ছে তিনি এবার আত্মপ্রকাশের সুযোগ পাবেন।