ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়। এরপর এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারত-পাক (India vs Pakistan Match) ম্যাচে একাধিক বিতর্কিত ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। ফলে আইপিএলের (IPL 2025) মতো জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে কোনো পাক তারকাকে অংশগ্রহণ করতে দেখা যায় না। এবার এই লিগে পাকিস্তানের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়ে আইসিসির (ICC) কাছে আবেদন করলেন ওয়াসিম আকরাম (Washim Akram)।
Read More: “সূর্যকুমারকেও ৩০ ম্যাচে নিষিদ্ধ করা হোক”, হারিস রাউফের ব্যান নিয়ে জয় শাহকে তোপ, পাক তারকার !!
আইপিএলে নিষিদ্ধ পাকিস্তান-

ভারত তথা বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজি লিগ হল আইপিএল। এই টুর্নামেন্টের উদ্বোধনী মরসুমে ২০০৮ সালে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) শোয়েব আখতার (Shoaib Akhtar), সালমান বাট (Salman Butt), মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) মতো ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এরপর সেই বছর মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই বর্বরোচিত ঘটনায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়।
এই ঘটনায় পাকিস্তানি জঙ্গি সংগঠন যুক্ত ছিল। যার ফলে ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে আর দুই দেশের মধ্যে কোনরকম দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। আইপিএলে সম্পূর্ণভাবে পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছে। ফলে আফগানিস্থান, বাংলাদেশের মতো দেশের ক্রিকেটারদের আইপিএলের মঞ্চে দেখতে পাওয়া গেলেও পাক তারকারা অংশগ্রহণ করার সুযোগ পান না।
আইসিসির কাছে আবেদন-

আইপিএলের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্রিকেটাররা নিজেদের দক্ষতার উন্নতি করার সুযোগ পান। বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার এই লিগে অংশগ্রহণ করেন। ফলে পাকিস্তানি ক্রিকেটাররাও ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা প্রকাশ করে থাকেন। এবার এই আইপিএলে (IPL 2025) বাবর আজমদের (Babar Azam) সুযোগ দেওয়ার জন্য ওয়াসিম আকরাম (Wasim Akram) আইসিসির (ICC) কাছে আবেদন করলেন। তিনি কেকেআরের বোলিং কোচ হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।
বিশ্বকাপ জয়ী এই তারকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সত্যিই দুঃখের সঙ্গে বলছি আমি ক্রিকেটে রাজনীতি পছন্দ করি না। এটাই আমার স্পষ্ট কথা। যেকোনো খেলার রাজনীতি থেকে দূরে থাকা উচিত। লিগ ক্রিকেটে প্রতিটি দেশ থেকে প্রতিটি খেলোয়াড়কে বেছে নিন। সাহসী হোন এবং বড়ো মনের পরিচয় দিন। কিন্তু দুর্ভাগ্যবশত এইরকম ঘটছে না। ফলে আইসিসির (ICC) এবং ক্রিকেট বোর্ডের বিষয়টি আলোচনা করা উচিত। দলের মালিক বা টুর্নামেন্টের মালিক কী চায় সেটা বিবেচ্য বিষয় নয়। প্রতিটি দেশের ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত।”