T20 World Cup 2022: শেষ মহুর্তে অধিনায়ক হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো এই খেলোয়াড়ের, উঠলোনা আজীবন নিষেধাজ্ঞা !! 1

T20 World Cup 2022: জমে উঠেছে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মঞ্চ, কোয়ালিফায়ার রাউন্ডেই দুর্দান্ত পারফরম্যান্স দেখা যাচ্ছে দলগুলি থেকে। কোয়ালিফাই রাউন্ড থেকে চারটি দল সরাসরি সুপার টুয়েলভে অংশগ্রহণ করবে যেখানে আগে থেকেই আটটি দল কোয়ালিফাই করে রয়েছে। কোয়ালিফাই করা দলগুলি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে। গতকাল ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া।

নতুন অধিনায়ক প্যাট কামিন্স

T20 World Cup 2022: শেষ মহুর্তে অধিনায়ক হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো এই খেলোয়াড়ের, উঠলোনা আজীবন নিষেধাজ্ঞা !! 2

শেষ ওভারের হার স্বীকার করতে হয় অস্ট্রেলিয়াকে। গত মাসেই ৫০-ওভারের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন অস্ট্রেলিয়ান টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলের অফিনায়ক কে হবে সেই নিয়ে চলছিল জল্পনা, অবশেষে আজ একদিনের খেলার অধিনায়ক এর নাম ঘোষণা করলো অস্ট্রেলিয়ান বোর্ড, অধিনায়ক করা হলো প্যাট কামিন্স কে। এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন ডেভিড ওয়ার্নার। কারণ অস্ট্রেলিয়ান দলের ওডিআই ফরম্যাটে যোগ্য অধিনায়ক হিসেবে বিশেষজ্ঞরা ওয়ার্নার-কেই চেয়েছিলেন।

ওয়ার্নারের অধিনায়ক না হওয়ার কারণ

T20 World Cup 2022: শেষ মহুর্তে অধিনায়ক হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো এই খেলোয়াড়ের, উঠলোনা আজীবন নিষেধাজ্ঞা !! 3

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় বল টেম্পারিং-এর জন্য তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়ান বোর্ড এক বছরের জন্য সাসপেন্ড করেছিল এবং তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথকে অধিনায়ক পদ থেকে থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছিল। এবং আসল ভিলেন ওয়ার্নারকে বোর্ডের পক্ষ থেকে চিরকালের জন্য অধিনায়কত্বের ব্যান দিয়ে দেওয়া হয়। যার ফলে তিনি আর কোনোদিনই অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক হতে পারবেন না।

অধিনায়ক হিসাবে ওয়ার্নার

T20 World Cup 2022: শেষ মহুর্তে অধিনায়ক হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো এই খেলোয়াড়ের, উঠলোনা আজীবন নিষেধাজ্ঞা !! 4

যদিও অধিনায়িক হিসাবে ওয়ার্নার আইপিএলের মঞ্চে একবার ট্রফি জিতেছেন, তার অধীনে ৬৯টি ম্যাচে ৩৫টি জয় এসেছে এবং ৩২ টি ম্যাচে পরাজিত হয়েছিল দল। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথম বারের জন্য আইপিএল ট্রফি জেতে সানরাইজার্স হায়দ্রাবাদ। এছাড়া অস্ট্রেলিয়ার হয়েও তিনি ৯টি টি টোয়েন্টি ম্যাচে ৮টি ম্যাচে জয়লাভ করেছিলেন এবং একদিনের খেলায় ৩টি ম্যাচে অধিনায়কত্ব করে ৩টি তেই জয়লাভ করেন।

ইন্দো -পাক ম্যাচ

IND-PAK

বিশ্বকাপের মঞ্চে আগামী ২৩ শে অক্টোবর মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে সারা ক্রিকেট বিশ্বে। ওইদিন রোহিত শর্মার ব্যাট চলবে না শাহীন আফ্রিদির বলের জাদু দেখা যাবে সেই নিয়ে সঠিক কিছু আন্দাজ করা যাচ্ছে না। কারণ দুটি দল ভালোই ছন্দে আছে, ভারতীয় দল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া কে হারিয়ে অনেকটাই কনফিডেন্স পেয়েছে। যা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে অনেকটা সুবিধা হবে।

ভারতের পক্ষ থেকে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব কে নিজেদের সেরা খেলাটা দেখতে হবে। যেই ছন্দে এই ৪ ব্যাটসম্যানদের দেখা যাচ্ছে সেই ছন্দে চলতে থাকলে বিশ্বকাপের মঞ্চে আবার পাকিস্তান বদ সম্ভব। ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর এবং শামি আগুন ঝরানো বোলিং করেছেন প্রস্তুতি ম্যাচে, তাদের এই আত্মবিশ্বাস কাজে আসবে সামনের ম্যাচগুলিতে।

Read More: IND vs PAK: ৫ জন ভারতীয় ক্রিকেটার যারা শেষ মহুর্তে না খেললে, ব্যাকআপ খেলোয়াড়রা তুলবে ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *