শুধুমাত্র ক্রিকেট নয়, পরীক্ষার প্রশ্নপত্রেও বিরাট কোহলির রাজত্ব, ফুটে উঠলো এই সেরা ইনিংস !! 1

ভারতের ক্রিকেটে শচীনোত্তর যুগের পোস্টার বয় খুঁজতে হলে প্রথম যে নামটা মাথায় আসবে তা অবশ্যই বিরাট কোহলি (Virat Kohli)। ২০০৮ সালে অধিনায়ক হিসেবে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন বিরাট। তখন থেকেই ক্রিকেটমহলের নজরে রয়েছেন তিনি। প্রতিভাবান এক যুবা হিসেবে শুরু করার পর আস্তে আস্তে ডালপালা মেলেছে তাঁর ক্রিকেট কেরিয়ার।

আজ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীর পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। ভারতীয় দলের চরম দুর্দিনেও ক্রিজে বিরাট (Virat Kohli) থাকা মানে আশা বেঁচে থাকে দেশবাসীর মনে। একার কাঁধে কত যে ম্যাচে ‘টিম ইন্ডিয়া’কে জিতিয়েছেন তার হিসেব কেবল দিতে পারবে পরিসংখ্যানবিদের হিসেবের খাতা। নিজের দীর্ঘ ক্রিকেট জীবনে করেছেন হাজার হাজার রান, বহু রেকর্ড গড়েছেন, নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই। অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নিয়ে গিয়েছেন সাফল্যের শিখরে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

তাঁর নাম দেশের প্রতিটি মানুষের ঘরে। সোশ্যাল মিডিয়া সাইট ইন্সটাগ্রামে বিশ্ব ফুটবলের দুই মহারথী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসির (Lionel Messi) পরেই তৃতীয় জনপ্রিয়তম ক্রীড়াবিদ তিনি। পিছনে ফেলেছেন নেইমার (Neymar), লেব্রন জেমস বা কিলিয়ান এমবাপেদেরও (Kylian Mbappe)। বিরাটের জনপ্রিয়তা এবার ক্রিকেট বা ক্রীড়ার ময়দান পেরিয়ে পৌঁছে গেলো শিক্ষাঙ্গনে। প্রশ্নপত্রেই ছাপা হলো কোহলির ছবি।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Kohli-কে নিয়ে লিখতে হলো পড়ুয়াদের-

Virat Kohli | Image: Twitter
Class IX students were asked to write about Virat Kohli in their English examination

ক্রিকেট কেরিয়ারে বাইশ গজে বহু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ইয়র্কার, বাউন্সারের প্রশ্নজাল প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিয়েছেন তিনি। হাঁকিয়েছেন চার-ছক্কা, ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড। করেছেন শতরানের পর শতরান।  মাঠের বাইরে সংবাদমাধ্যমের প্রশ্নকেও স্ট্রেট ড্রাইভ বা কভার ড্রাইভ মারার ভঙ্গীতেই পাঠিয়েছেন মাঠের বাইরে। এহেন বিরাট কোহলি নিজেই নাকি এবার প্রশ্নপত্রের অংশ হলেন।

বিদ্যালয়ের পরীক্ষায় যে তাঁর মন বসত না, তা বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। মাঠই তাঁকে আপন করে নিয়েছিলো ছেলেবেলা থেকেই। মাঠের সাফল্যই এবার তাঁকে বিদ্যালয়ের প্রশ্নপত্রে জায়গা করে দিলো। ট্যুইটারে ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে নবম শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে জ্বলজ্বল করছে বিরাট কোহলির (Virat Kohli) একটি সাদা-কালো ছবি। ব্যাট উঁচিয়ে শতরানের উদযাপনে মেতেছেন তিনি। পড়ুয়াদের বলা হয়েছে ১০০ থেকে ১২০ শব্দের মধ্যে সেই ছবিটি সম্পর্কে কিছু লিখতে। দেশের কোন প্রান্তের কোন বিদ্যালয়ের প্রশ্নপত্র জানা না গেলেও ক্রিকেট তারকা’র প্রশ্নপত্রে ঠাঁই পাওয়ার ছবি সামনে আসার পরেই হইচই পড়ে গিয়েছে। লাইক-কমেন্টে ছয়লাপ পোস্টটি। শেয়ারও চলছে দ্রুতগতিতে।

প্রায় তিন বছর শতরানহীন থাকার পর গত ২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেই শৃঙ্খল ভাঙেন কোহলি (Virat Kohli)। ওপেন করতে নেমে ১২২* রানের একটি চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। সেটি ছিলো তাঁর ৭১তম শতরান। সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে সেদিনের শতরান উদযাপনের ছবিটিই দেওয়া হয়েছে প্রশ্নপত্রে। প্রসঙ্গত কোহলিকে নিয়ে প্রশ্ন এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষাতেও ছাত্রছাত্রীদের বিরাট কোহলি সম্পর্কে লিখতে বলা হয়েছিলো।

দেখে নিন সেই ছবিটি-

শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন Virat Kohli-

Virat Kohli | image: twitter
Virat Kohli has achieved greatness in all three formats of the game

২০১৯-এর শেষের দিক থেকে ২০২২-এর মাঝামাঝি সময় অবধি কেরিয়ারের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ‘রানমেশিন’ বলেই জেনে এসেছেন সকলে। কিন্তু প্রায় দীর্ঘ তিন বছর রানের রোশনাই দেখা যায় নি তাঁর ব্যাট থেকে। আসে নি একটিও শতরান। দেশে হোক বা বিদেশে, বারবার ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে তাঁকে। ব্যর্থতার ছাপ পড়েছিলো তাঁর আত্মবিশ্বাসেও।

অবশেষে ২০২২ এর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে নিজেকে ফিরে পান কোহলি (Virat Kohli)। এরপর টি-২০ বিশ্বকাপে অনবদ্য ক্রিকেট খেলেন তিনি। ৬ ইনিংসে ৯৯ গড়ে ২৯৬ রান করেন। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শতরানের খরা কাটান ডিসেম্বরে। নয়া বছরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া শতরান আসে একদিনের সিরিজে। সীমিত ওভারের খেলায় ফর্মের গেরো কাটলেও টেস্টে সুবিধা করতে পারছিলেন না। সকল সমালোচনার জবাব দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে করলেন ১৮৬ রান। ছুঁলেন ৭৫ আন্তর্জাতিক শতরানের মাইলস্টোন।

আন্তর্জাতিক কেরিয়ারে ২৫০০০-এর বেশী রান করেছেন বিরাট (Virat Kohli)। ১০৮ টেস্টে ৮৪১৬ রান করেছেন তিনি। করেছেন ২৮টি শতরান। একদিনের ক্রিকেটে ২৭৪ ম্যাচে ৫৭.৩২ ব্যাটিং গড়-সহ করেছেন ১২৮৯৮ রান। রয়েছে ৪৬টি শতরান। এছাড়াও টি-২০ ক্রিকেটে বিশ্বের ইতিহাসে সফলতম ব্যাটার তিনি। ১১৫ ম্যাচে করেছেন ৪০০৮ রান।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *