Virat Kohli: টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়ায়। সুপার টুয়েল্ভের খেলা শুরু হতে এখনো বাকি কয়েকদিন। ২৩ তারিখ গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আপাতত প্রস্তুতি ম্যাচ খেলে স্ট্র্যাটেজি ঝালিয়ে নিচ্ছে টিম ইন্ডিয়া। কোভিড ভীতি দূরে ঠেলে এবার বিশ্বকাপে নেই বায়ো-বাবল। খেলোয়াড়’রা ম্যাচের ফাঁকে ফাঁকে তাই সুযোগ পাচ্ছেন বেরিয়ে পড়ার, ফ্যানেদের সাথে দেখা-সাক্ষাৎ করার। ব্যতিক্রম নন ভারতীয় দলের ভরসা বিরাট কোহলি’ও। ক্যাঙ্গারুর দেশে ফ্যানেদের অটোগ্রাফ বা সেলফির আবদার হাসি মুখেই মেটাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি এক ফ্যানের সাথে তোলা বিরাটের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইক-কমেন্টের বন্যা দেখে আন্দাজ করা যায় ছবিটি মনে ধরেছে অগণিত বিরাট ভক্তের।
কি আছে ছবিতে?
বর্তমানে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রয়েছেন ভারতের খেলোয়াড়’রা। ১৭ অক্টোবর প্রথম ম্যাচে ভারত জয় তুলে নিয়েছে অজিদের বিরুদ্ধে। ১৯ অক্টোবর প্রতিপক্ষ নিউজিল্যনাড। এরই ফাঁকে এক মহিলা ভক্তের সাথে তোলা বিরাটের ছবি নজর কেড়ে নিয়েছে সবার। ছবিটি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করে সেই কিং কোহলি ফ্যান আবেগ চেপে রাখতে পারেননি। ক্যাপশনে লিখেছেন, “আমার জীবনের সেরা দিন। কখনো কাউকে দেখে এইরকম মোহিত হয়ে যাই নি!” নিজের ইন্সটাগ্রাম ফিডেও পোস্ট করেছেন তিনি ছবিটি। সেখানে লিখেছেন, “কিছু বলার ভাষা নেই।” বিরাট’কে স্যুইটেস্ট তকমা দিতেও ভোলেননি তিনি। এই ছবি ভাইরাল হওয়ার সাথে সাথে লাফিয়ে বেড়ে চলেছে ঐ মহিলা ভক্তের ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যাও। নিঃসন্দেহে ভাগ্যবান এই ফ্যান অগণিত বিরাটভক্তের কাছে এখন মিনি সেলিব্রিটি।
কে এই রহস্যময়ী?
ছবিতে কোহলির সাথে যাঁকে দেখা যাচ্ছে তাঁর নাম আমিশা বাসেরা (Ameesha Basera)।আমিশা বর্তমানে অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনার্সের ছাত্রী।দেরাদুনে’র Oil & Natural Gas Corporation Limited (ONGC) থেকে তিনি নিজের ইঞ্জিনিয়ারিং-এর ইন্টার্নশিপ করেছেন। বিরাটের ‘ডাই হার্ড’ ফ্যান আমিশা নিজের সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভারতীয় ক্রিকেট নক্ষত্রের ছবি শেয়ার করে থাকেন। তবে সামনা-সামনি যে প্রিয় তারকা’কে এভাবে সামনে পাবেন আর সেই ছবি তাঁকে বানিয়ে দেবে সমাজমাধ্যমের আলোচনার বিষয়বস্তু তা বোধহয় কখনও কল্পনাতেও ছিলো না ভারতীয় তরুণীর।
এখানে দেখুন তার কিছু ছবি