এর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক টি২০তে অভিষেক করলেও এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন ক্রুণাল পান্ডিয়া। আর অভিষেকেই অসাধারণ ব্যাটিং করে সকলের মন জিতে নিলেন ক্রুণাল। পান্ডিয়া পরিবারের বড় ভাই এদিন মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন এবং কে এল রাহুলের সাথে শতরানের জুটি গড়ে ভারতকে ৩১৭ রানের লক্ষ্যে নিয়ে যায়।
তবে আসল ঘটনা হয় পরে। দুর্দান্ত ইনিংস খেলার পর ক্রুণালের অনুভূতি জানার জন্য তাঁকে প্রশ্ন জিজ্ঞাসা করতে আসেন ধারাভাষ্যকাররা। কিন্তু সেই সময় কিছু বলতে পারেননি ক্রুণাল। আবেগে কথা বন্ধ হয়ে গিয়েছিল এই বাঁ হাতি অলরাউন্ডারের। যার জেরে সাক্ষাৎকার পর্ব ছেড়ে বেরিয়ে এসেছিলেন ক্রুণাল।
– Lost his father earlier this year
– Makes ODI debut today and recieves the Cap from his brother
– Fastest 50 by a cricketer on ODI debut.Pretty sure the entire country is proud of Krunal Pandya! 💛🔵#INDvsENG pic.twitter.com/pq2St7TrgZ
— Pulkit 🔰 (@OleTrain) March 23, 2021
এদিকে নিজের অর্ধশতরান করার পর ব্যাট আকাশের দিকে তুলে ধরেন ক্রুণাল। আসলে সদ্যই তার পিতা মারা গিয়েছেন। আর এর ফলে নিজের এই অর্ধশতরান যেন পিতার উদ্দেশ্যেই উতসর্গ করলেন বড় ছেলে ক্রুণাল।
Ramto rehje, Krunal 👏
Your father will be very proud of the way you batted today! 💙#OneFamily #MumbaiIndians #INDvENG @krunalpandya24 @hardikpandya7pic.twitter.com/FdjNXictAH
— Mumbai Indians (@mipaltan) March 23, 2021