আজ অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) মাটিতে ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে। এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাতে চাইছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। অজিদের বিপক্ষে একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্লু ব্রিগেডরা ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয়। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে চলতি ২০ ওভারের সিরিজে জয় তুলে নিয়ে নিজেদের আত্মবিশ্বাস বজায় রাখতে চাইছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে এর মধ্যেই ভারতের হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে এল।
Read More: ডিল ফাইনাল, KKR-এ এন্ট্রি নিচ্ছেন গৌতম গম্ভীরের ‘চোখের বিষ’ !!
মারা গেলেন ভারতীয় অলরাউন্ডার-

ভারতের প্রতিটি রাজ্য থেকেই ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য স্বপ্ন দেখেন। ত্রিপুরা থেকে যাত্রা শুরু করে ভারতের অনর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন রাজেশ বণিক (Rajesh Banik)। মাত্র ৪০ বছর বয়সে থামল এই ক্রিকেটারের জীবন। প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। তারপর তাকে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়।
সেইখানেই মৃত্যু হয় রাজেশের। এর পরেই ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে নিজের অবদান রেখেছিলেন এই অলরাউন্ডার। এই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যেই শোকবার্তা জানানো হয়েছে। ত্রিপুরা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি সুব্রত দেব বলেন, “এটা খুবই দুঃখজনক যে আমরা একজন প্রতিভাবান ক্রিকেটারকে হারিয়েছি। আমারা শোকাহত। তার আত্মার শান্তি কামনা করছি।”
রাজেশ বণিকের ক্রিকেট জীবন-

এই আলোচিত ক্রিকেটার ২০০২-০৩ সালের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ত্রিপুরার হয়ে অভিষেক করেছিলেন। তারপর দলের হয়ে একাধিক ম্যাচে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই নিজের অবদান রাখেন। ৪২ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ১৪৭৯ রান রয়েছে। এছাড়াও রাজেশ (Rajesh Banik) ২৪ টি লিস্ট ‘এ’ এবং ১৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শেষ রঞ্জি ট্রফি খেলেছিলেন ২০১৮ সালে। তারপর বিভিন্নভাবে ক্রিকেট খেলার সঙ্গেই যুক্ত ছিলেন।
২০০০ সালের ওয়ার্ল্ড চ্যালেঞ্জ টুর্নামেন্টের জন্য রাজেশ অনূর্ধ্ব ১৫ ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন। উল্লেখ্য ইরফান পাঠান (Irfan Pathan) এবং আম্বাতি রায়ডুর (Ambati Rayudu) মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন এই প্রতিভাবান অলরাউন্ডার।