আচমকা বাদ অক্ষর, কোন যুক্তি’তে?

ভারতীয় দল প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস রান চেজে জয় পেয়েছিলো পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে দলে ছিলেন অক্ষর প্যাটেল। ব্যাটে-বলে সেদিন বিশেষ সুবিধা করতে পারেন নি তিনি। ছবি’টা বদলে যায় নেদারল্যান্ডস ম্যাচে। বল হাতে ছন্দে ফেরেন অক্ষর। বাপু’র ঘূর্ণি’র জবাব ছিলো না ডাচ’দের কাছে। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২ টি উইকেট। অস্ট্রেলিয়া’র পিচে যেখানে ছন্দ খুঁজে নিয়েছিলেন অক্ষর, সেখানে আচমকা তাঁকে বাদ দেওয়ার কি প্রয়োজন ছিলো? উইনিং কম্বিনেশন ভেঙে হিতে বিপরীত হলো কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। মাঝের ওভার গুলোয় ভারতের বলিং বৈচিত্রের দরকার ছিলো মার্করাম-মিলার জুটি ভাঙার জন্য। অক্ষর না থাকায় সেই বৈচিত্র দেখাতে পারে নি ভারত। অক্ষরের বদলি দীপক হুডা ৩ বলে ০ রান করে আউট হওয়ায় জোরালো হয়েছে অক্ষর’কে ফেরানোর দাবী।