যজুবেন্দ্র চাহাল

বিশ্বকাপ শুরুর আগে প্রত্যেক বিশেষজ্ঞ ভারতের সম্ভাব্য প্রথম একাদশে রেখেছিলেন লেগ স্পিনার যজুবেন্দ্র চাহাল’কে(Yuzvendra Chahal)। টি-২০ ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল স্পিনার তিনি। অস্ট্রেলিয়ায় এর আগে ম্যাচ জেতানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তবু এখনও পর্যন্ত ব্রাত্যা হরিয়ানা’র লেগস্পিনার। চার ম্যাচের একটিতেও খেলেন নি তিনি। বদলে খেলছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। ভারতের স্পিন অ্যাটাকে বৈচিত্র্য যোগ করেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনিও বাঁ-হাতি অফস্পিন করেন। এখনও অব্দি বিশ্বকাপে অশ্বিন ৩ উইকেট নিয়েছেন, অক্ষর নিয়েছেন ২ টি। মাঝের ওভারে আঁটোসাঁটো বোলিং করে রান’ও আটকেছেন অক্ষর। আর অশ্বিন ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করেছেন দলের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে অশ্বিনের উপস্থিত বুদ্ধি ভারতের জয়ের পথ সুগম করে দেয়। বাংলাদেশ ম্যাচে তিনি করেন ৬ বলে ১৩ রান। স্ট্রাইক বোলার হওয়া সত্ত্বেও ব্যাটে-বলে অশ্বিন ও অক্ষরের সাফল্য মাথায় রেখে তাই চাহাল’কে বাইরে রেখেছে ভারতীয় দল।