TOP 5: IPL-এর বাইশ গজ থেকে উঠে আসা যে ৫ ক্রিকেটার বিশ্বমঞ্চে পেয়েছেন সেরার স্বীকৃতি !! 1

২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা সংক্ষেপে IPL। তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। পনেরো পেরিয়ে আগামী বছর ষোলোতে পা দিতে চলেছে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। ক্রিকেটের শুদ্ধতা নষ্ট করবে আইপিএল, এই রব তুলে শুরুতে অনেকেই বিরোধীতা করেছিলেন এই লীগের, কিন্তু যত দিন গিয়েছে নিন্দুকদের সংখ্যাও কমেছে ততই। আকারে-বিস্তারে আরও আরও বড় হয়েছে আইপিএল। ক্রিকেটের দুনিয়ায় তৈরি করেছে বিপ্লব। আইপিএলের পথে হেঁটে অন্যান্য ক্রিকেটখেলিয়ে দেশগুলোও শুরু করেছে বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল-এর মত প্রতিযোগিতা। শুধু ক্রিকেট নয় বরং ফুটবলে আইএসএল, কবাডিতে প্রো কবাডি লীগের মত জনপ্রিয় প্রতিযোগিতাগুলিও আদপে গড়ে উঠেছে আইপিএলের আদলেই। ক্রিকেট আর বিনোদনের মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে খেলাকে আরও বেশী করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আইপিএল নিঃসন্দেহে সফল। তবে তার সাথে সাথে দেশ বিদেশের নতুন প্রতিভাদের নিজেদেরকে বিশ্বের সামনে মেলে ধরার এক সুবর্ণ সুযোগও করে দিয়েছে এই প্রতিযোগিতা। গত দেড় দশকে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা আইপিএলের মঞ্চে সফল হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তেমন ৫ জনের একটি তালিকা রইলো এখানে।

রবীন্দ্র জাদেজা-

Ravindra Jadeja | image: twitter
Indian all-rounder Ravindra Jadeja became a household name with his brilliance in the IPL

২০০৭ বিশ্বকাপজয়ী অনুর্দ্ধ-১৯ দলের সদস্য ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ২০০৮ এর প্রথম আইপিএলে তিনি সুযোগ পেয়েছিলেন রাজস্থান রয়্যালসে। শেন ওয়ার্নের (Shane Warne) নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস প্রথম বছরে একাধিক তরুণ প্রতিভাকে তুলে আনতে দারুণ ভূমিকা নিয়েছিলো। সেই একঝাঁক তরুণ মুখের ভীড়ে অন্যতম উজ্জ্বলতম মুখ ছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রথম মরসুমে ১৪ ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। করেছিলেন ১৩৫ রান। স্ট্রাইক রেট ছিলো ১৩২ এর আশেপাশে। এছাড়াও ফিল্ডিং-এ জাদেজার অসামান্য দক্ষতা বোঝা গিয়েছিলো তখন থেকেই। মাঠে ৭ টি ক্যাচ নিয়েছিলেন তিনি। প্রথম মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান। লোয়ার অর্ডারে জাদেজা (Ravindra Jadeja) ক্যামিও ইনিংসগুলি রাজস্থানের জয়ে বেশ বড় ভূমিকা নিয়েছিলো। আইপিএলে নিজের দ্বিতীয় মরসুমে ১৩ ম্যাচে জাদেজার ব্যাট থেকে আসে ২৯৫ রান, সাথে ৬ টি উইকেট এবং ৪ টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি জাড্ডুকে। ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে এখনও অব্দি ৫০০০ এর বেশী রান এবং ৫০০’র কাছে উইকেট তুলে নিয়েছেন তিনি। আইপিএলেও হয়ে উঠেছেন কিংবদন্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *