TOP 5: খেলা দেখতে গিয়ে বিপত্তি, ৫ টি এমন ঘটনা যেখানে ব্যাটসম্যানের ছক্কায় গ্যালারিতে বসে আহত হয়েছেন দর্শকেরা !! 1

ক্রিকেট দেখতে কে না ভালোবাসে? টিভির পর্দা থেকে স্মার্টফোনের স্ক্রিণ যেখানে, যখনই সুযোগ হয় তখনই ব্যাট বলের লড়াই দেখতে বসে পড়েন আট থেকে আশি। আর সুযোগ যদি হয় মাঠে যাওয়ার? হাজার হাজার মানুষের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার? একদম সামনাসামনি বসে প্রিয় দলের খেলা দেখার? তাহলে আর পায় কে। প্রিয় ব্যাটসম্যানের ব্যাটের একদম মাঝে লেগে বল যখন ছুটে যায় বাউন্ডারি লাইনের দিকে তার চেয়ে উপভোগ্য আর কিই বা হতে পারে। তবে ব্যাট-বলের যুদ্ধে ক্রিস গেইল, রোহিত শর্মা। ডেভিড ওয়ার্নার’রা যখন একের পর এক ছক্কা হাঁকান, তখন গ্যালারিতে বসে কতটা সুরক্ষিত থাকেন দর্শকরা? মাঝেমধ্যেই প্রিয় তারকাদের ব্যাটিং তাণ্ডবের ফলে খানিক অপ্রত্যাশিতভাবেই আঘাতপ্রাপ্ত হতে হয় গ্যালারিতে বসা দর্শকদের। নীচে রইলো ৫ টি এমন ঘটনা যেখানে ব্যাটারের ছক্কায় ঘটে গিয়েছে দুর্ঘটনা। আহত হয়েছেন দর্শকেরা।

ক্যামেরন হোয়াইট, বিশাখাপত্তনম, ২০১০-

Cameron White | image: twitter
Cameron White’s six against India hit a spectator’s face.

২০১০ সালে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ভারতে এসেছিলো অস্ট্রেলিয়া দল। খারাপ আবহাওয়ার জন্য দুটি ম্যাচ ভেস্তে যায়। তবে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছিলো। এই ম্যাচেই একদিনের ক্রিকেটে অভিষেক হয় শিখর ধাওয়ানের। শতরান করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন বিরাট কোহলিও। তিনি ১২১ বলে ১১৮ করেন। প্রথমে ব্যাট করে মাইকেল ক্লার্কের অপরাজিত ১১১ রানের সুবাদে ৩ উইকেটের বিনিময়ে ২৮৯ রান করে অস্ট্রেলিয়া। তবে খবরের শিরোনামে জায়গা পান ক্যামেরন হোয়াইট। অজি দলের মারকুটে ব্যাটার ৪৯ বলে ৮৯ রানের চোখ-ধাঁধানো একটি ইনিংস খেলেন। ঝোড়ো ইনিংসে ৬ টি বিশাল ছক্কা হাঁকান হোয়াইট। তার মধ্যে একটি গিয়ে আছড়ে পড়ে গ্যালারিতে বসে থাকা এক দর্শকের মুখে। আহত হন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *