Top 5: MS ধোনির নেতৃত্বে খেলা ৫ ক্রিকেটার, যারা এখন সামলাচ্ছেন কোচের দায়িত্ব !! 1

ভারতের ক্রিকেটে ‘ক্যাপ্টেন’ কথাটা উচ্চারিত হলেই যাঁদের নাম প্রথমে মনে আসে, তাঁদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। নিজের দীর্ঘ কেরিয়ারে ঝাড়খণ্ডের মাহি ১০ বছরের বেশী সময় সামলেছেন অধিনায়কত্বের দায়িত্ব। তাঁর ক্ষুরধার বুদ্ধি, চাপের মুখে মাথা ঠান্ডা রাখার আশ্চর্য ক্ষমতা তাঁকে বাকি অধিনায়কদের থেকে অনেকটা আলাদা করে দেয়। ধোনির জমানা’কে বলা যায় ভারতের ক্রিকেটের স্বর্ণযুগ। ২০০৭ টি-২০ বিশ্বকাপ দিয়ে শুরু, একে একে ২০১১ একদিনের বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি সব’ই তিনি জিতেছেন নেতা হিসেবে। তাঁর নেতৃত্বে ভারত প্রথম টেস্টে ১ নম্বর দলের শিরোপা পায়। চেন্নাই সুপার কিংস একাধিক আইপিএল ট্রফি জিতেছে তাঁর অধিনায়কত্বে। সব ক’টি আইসিসি ট্রফি জেতা অধিনায়ক ধোনি, তাঁর দীর্ঘ কেরিয়ারে আন্তর্জাতিক বা ঘরোয়া মঞ্চে সতীর্থ হিসেবে পেয়েছেন এমন ৫ ক্রিকেটার’কে, যাঁরা এখন সামলাচ্ছেন বিভিন্ন দলের কোচের দায়িত্ব। নীচে রইলো তাঁদের নামের তালিকা-

রাহুল দ্রাবিড়

Rahul Dravid

ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ বর্তমানে ‘টিম ইন্ডিয়া’র কোচের পদে রয়েছেন। বিরাট-রোহিত’দের এখনকার প্রশিক্ষক রাহুল দ্রাবিড় বেশ কয়েকবছর খেলেছেন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। ২০০৭ সালে’র বিশ্বকাপে ভারতের খারাপ ফলাফলের পর নেতৃত্ব থেকে সরে যান রাহুল নিজে। তাঁর জায়গাতেই অভিষেক হয় ধোনির। অনুজের অধিনায়কত্বে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন রাহুল। এছাড়াও ২০০৮ সালে অনিল কুম্বলে সরে যাওয়ায় টেস্ট দলের নেতা নির্বাচিত হন ধোনি। ২০০৮ থেকে ২০১২ অব্দি তিনি খেলেন ধোনির অধীনে।মজার ব্যাপার, রাহুল দ্রাবিড় ভারতের হয়ে একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছেন। সেই ম্যাচেও ‘মেন ইন ব্লু’র অধিনায়ক ছিলেন ঝাড়খণ্ডের ‘মাহি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *