IPL 2024

TOP 3: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ষোড়শ মরসুম শুরু হতে অপেক্ষা আর মাত্র কিছুদিনের। মার্চের ৩১ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স (GT) বনাম চেন্নাই সুপার কিংস (CSK) ম্যাচ দিয়ে বোধন হবে এবারের আইপিএলের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১ এপ্রিল পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২১-এ ফাইনাল খেলেছিলো ‘কিং খান’-এর দল। কিন্তু ২০২২ মরসুমে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে নি তারা। শেষ করেছিলো ষষ্ঠ স্থানে। আসন্ন মরসুমে পারফর্ম্যান্স উন্নত করে তূলতে মরিয়া নাইটবাহিনী। তবে মরসুম শুরুর আগে অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট চিন্তায় রেখেছে তাদের।

পিঠের চোট নিয়ে এই মুহূর্তে সমস্যায় রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। গত এক বছরে ভারতীয় দলে নিজেকে নিয়িমিত সদস্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। টেস্ট এবং একদিনের ম্যাচে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করতেও দেখা গিয়েছে শ্রেয়সকে। ২০২২ ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি। কিন্তু ইদানীং চোট-আঘাত প্রায়শই বাইশ গজ থেকে দূরে রাখছে নাইট অধিনায়ককে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে চোটের কারণেই খেলতে পারেন নি তিনি। দ্বিতীয় টেস্ট থেকে দলে ফেরেন। তবে আহমেদাবাদে ফের চোটের কবলে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে যেতে হয় শ্রেয়সকে (Shreyas Iyer)। ব্যাটিং করতেও পারেন নি তিনি।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

টুর্নামেন্ট শুরুর একদম আগে অধিনায়কের চোট চিন্তায় রেখেছে নাইট রাইডার্স শিবিরকে (KKR)। এখনও অবধি ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর তরফে শ্রেয়সের (Shreyas Iyer) চোট নিয়ে কোনোরকম মুখ খোলা হয় নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দলে রয়েছেন তিনি। সেখানেও কোনোরকম রদবদল দেখা যায় নি আপাতত। তবে কানাঘুষো চলছে যে চোট গুরুতর হলে বিদেশে চিকিৎসাও করাতে যেতে পারেন শ্রেয়স। সেক্ষেত্রে আইপিলে তাঁকে পাবে নাইট রাইডার্স (KKR)। পরিবর্তে এই ৩ ক্রিকেটারের মধ্যে থেকে নেতা বেছে নিতে পারে তারা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

নীতিশ রাণা-

IPL 2023 | Nitish Rana | image: twitter
Nitish Rana can lead KKR in IPL 2023 in the absence of Shreyas Iyer

শ্রেয়স আইয়ার যদি চোটের কারণে আসন্ন আইপিএলে খেলতে না পারেন, সেক্ষেত্রে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে নীতিশ রাণা’র (Nitish Rana) হাতে। দিল্লীর রাণা ২০১৮ সাল থেকে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দীর্ঘসময় তিনি কেকেআরের মিডল অর্ডারের নিয়মিত সদস্য। বহু ম্যাচে নাইটবাহিনীর জয়ে বড় ভূমিকা নিতে দেখা গিয়েছে নীতিশ’কে (Nitish Rana)। কেরিয়ারে ৯১ আইপিএল ম্যাচ তিনি করেছেন ২১৮১ রান। রয়েছে ১৫টি অর্ধশতক। তাঁর স্ট্রাইক রেট ১৩৪.২২। ব্যাট হাতে আগ্রাসী রাণার থেকে আগ্রাসী অধিনায়কত্বেরই আশা রাখবে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। অধিনায়কত্ব অবশ্যই নতুন কিছু নয় তাঁর কাছে। ২০১৮ সালে গৌতম গম্ভীর সরে যাওয়ার পর তাঁকেই অধিনায়ক বেছে নিয়েছিলো দিল্লী ক্রিকেট সংস্থা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *