কোহলি বনাম রউফ, জোড়া ছক্কায় বিরাটবিক্রম-
গোটা ম্যাচে হ্যারিস রউফ’কে খেলতে গিয়ে সমস্যা পড়েছেন ভারতীয় ব্যাটার’রা। রোহিত শর্মা থেকে সূর্যকুমার যাদব, সুবিধা করতে পারেন নি কেউই। তাই বাবর আজম যখন ১৯ তম ওভার করতে হ্যারিস রউফ’কে ডাকেন সেদিকে চোখ ছিলো ক্রিকেটপ্রেমীদের। কিন্তু বিরাট অন্যমাপের খেলোয়াড়। রউফ জুজু তিনি শুধু কাটালেন না একদম উপড়ে ফেললেন মাঠের বাইরে। ৮ বলে বাকি ২৮, এরম চাপের মূহুর্তে হিমশীতল রইলেন ‘কিং কোহলি।’ ওভারের পঞ্চম বল’টা শর্ট দিয়েছিলেন রউফ। একটু স্লো, তাই বাউন্স মাথা অব্দি হয় নি। কোহলি সেটা’কে সটান পাঠিয়ে দিলেন বোলারের মাথার ওপর দিয়ে বাইন্ডারির বাইরে। পরের বল পায়ের কাছে। কব্জির মোচড়ে ফ্লিক করে ডিপ ফাইন লেগের বাউন্ডারি টপকে দেন কোহলি। পরপর দুই বলে জোড়া ছক্কা পাকিস্তান এক্সপ্রেস’কে লাইনচ্যুত করে দেয়।