মোহাম্মদ কাইফ

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মোহাম্মদ কাইফের (Mohammed Kaif) নাম। তিনিও একজন জনপ্রিয় ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে সফলতা পাননি কাইফ। তবে, ক্রিকেট মস্তিষ্ক বেশ ভালো তাঁর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ও রঞ্জি ট্রফিতে উত্তর প্রদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর বড় সম্পদ। কাইফ কমেন্ট্রি প্যানেলের অংশ, পাশাপশি তিনি দিল্লি ক্যাপিটালস দলের সাপোর্টিং কোচের ভূমিকাও পালন করেছেন। মুখ্য নির্বাচক হিসাবে তিনি একজন খুবই সফল পরিচিতি হতে পারেন। ভারতের হয়ে ১৩টি টেস্টে কাইফ ৬২৪ রান বানিয়েছেন ও ১২৫টি ওডিআই ম্যাচে ২৭৫৩ রান বানিয়েছেন। ক্যারিয়ারে তাঁর নামে ৩টি শতরান ও ২০টি অর্ধশতরান রয়েছে।