রবিচন্দ্রণ অশ্বিন

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসছে কিংবদন্তি অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) নাম। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তারকা এই অলরাউন্ডার, তাছাড়া মে-জুন মাসের দিকে আইপিএল থেকেও অবসর নিয়ে নেন তিনি। ক্রিকেট জগতের অন্যতম সেরা মস্তিস্ক রয়েছে তাঁর। তাঁকে আধুনিক ক্রিকেটের অন্যতম বুদ্ধিমান এবং কৌশলী ক্রিকেটার হিসেবে ধরা হয়। ম্যাচ পড়ার ক্ষমতা, ব্যাটিং-বোলিং – দুই বিভাগ নিয়েই তিনি সফলতার সঙ্গে তাঁর দলকে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। অশ্বিন অবসরের পর নির্বাচকের মতো দায়িত্বে গেলে ভারতীয় দলের টেস্ট, সীমিত ওভারের কৌশল, সব ক্ষেত্রেই নতুন ভাবনা ও সৃজনশীল সিদ্ধান্ত আসতে পারে। তবে নিয়ম অনুযায়ী, নির্বাচক হতে হলে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট থেকে পাঁচ বছর আগে অবসর নিতে হয়। তবুও বিসিসিআই চাইলেই অশ্বিনকে নিয়মের ঊর্ধ্বে গিয়ে এই গুরুদায়িত্ব তুলে দিতে পারে। অশ্বিন ভারতের জার্সিতে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। তিনি ভারতের দ্বিতীয় সফল বোলার। টেস্টে ১০৬ ম্যাচে তিনি ৫৩৭ উইকেট পেয়েছেন, ওডিআই ফরম্যাটে ১১৬ ম্যাচে নিয়েছেন ১৫৬ উইকেট ও টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে নিয়েছেন ৭২ উইকেট।