রবি শাস্ত্রী
Ajit Agarkar | Image: Getty Images

অজিত আগরকরকে (Ajit Agarkar) নিয়ে সমাজ মাধ্যমে বিগত কয়েকদিন ধরে বেশ সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার কারণ হিসেবে অজিত আগারকারকে দোষারোপ করা হয়েছিল। টেস্টে ভারত সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ব্যাবধানে পরাজিত হয়েছিল। ভারতের এই পরাজয়ের পর নতুন চিফ সিলেক্টর আনার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছে। যদিও বিসিসিআই এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ইঙ্গিত দেয়নি, তবুও সমাজ মাধ্যমে বেশ কিছু নাম পরিবর্তিত চিফ সিলেক্টর হিসাবে উঠে এসেছে। এই বছরেই অজিতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তবে বিসিসিআই তাঁর মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করিয়েছে। তাঁর মেয়াদ ২০২৬ পর্যন্ত চলার কথা, কিন্তু নির্বাচনী নীতিতে প্রশ্ন উঠতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভবিষ্যৎ সম্ভাব্য চিফ সিলেক্টরদের নাম।

হরভজন সিং

Harbhajan Singh, team india,champions trophy 2025, হরভজন সিং
Harbhajan Singh | Image: Getty Images

তালিকায় প্রথমে উঠে আসে হরভজন সিংয়ের (Harbhajan Singh) নাম। দীর্ঘদিন ভারতের অন্যতম প্রধান স্পিনারের ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ, পাশাপাশি তিনি অভিজ্ঞতার এক ভান্ডার। তাঁর স্পষ্টভাষী ভাবমূর্তি এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এই পদের জন্য বেশ কার্যকর। ক্রিকেট ক্যারিয়ার সমাপ্ত করার পর ধারাভাষ্য, বিশ্লেষণ এবং ক্রিকেট প্রশাসনিক বিষয়ে নিয়মিত মতামত দেন। হরভজন ভারতীয় দলের তৃতীয় সফল বোলার। ভারতের হয়ে ৩৬৫টি ম্যাচ খেলেছেন তিনি। তুলে নিয়েছেন ৭০৭টি উইকেট। ৪৫ বছরের হরভজন ১০৩ টেস্টে নিয়েছেন ৪১৭ উইকেট, ২৩৬ ওডিআই ম্যাচে নিয়েছেন ২৬৯ উইকেট ও ২৮ টি-টোয়েন্টিতে পেয়েছেন ২৫টি উইকেট। তাঁর এই অভিজ্ঞতা দল গঠন মস্ত বড় ভূমিকা পালন করবে।

Read More: সিরিজ জয়ের পর মাঠের মধ্যে গম্ভীরকে পাত্তাই দিলেন না বিরাট কোহলি, ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *